অতিরিক্ত বুদ্ধিমানেরা সহজে জীবনসঙ্গী খুঁজে পান না! কেন বলুন তো....?

প্রায়ই সোশ্যাল মিডিয়া থেকে চায়ের আড্ডায়, আধুনিক যুগ আর প্রেম নিয়ে এক কথা শোনা যায়। আজকালকার প্রেম বেশিদিন নাকি টেকে না! কখনও আবার প্রেম তো দূরের কথা, জীবনসঙ্গী বা প্রেমিকা খুঁজতে অ্যাপের সাহায্য নিতে হয় সকলকে। এর পিছনে আধুনিক যুগ দায়ী বলেই মনে করেন একাংশ। আবার কোনও ব্যক্তির মন বা মানসিকতাও যে একটা বড় ভূমিকা পালন করে এর পিছনে, এমনটাও মত অনেকের। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সমীক্ষা করে দেখা গিয়েছে অতিরিক্ত চালাক বা বুদ্ধিমানরা সহজে প্রেমিকা বা জীবনসঙ্গী খুঁজে পান না। পেলেও তাঁদের সম্পর্ক বেশিদিন টেকে না। এর কারণ হিসেবে তাঁরা ব্যখ্যা করেছেন,
১. বুদ্ধিমানেরা নিজেদের কেরিয়ার নিয়ে বেশি ভাবেন। নিজের পায়ে দাঁড়ানো, পয়সা রোজগার করে বড়লোক হওয়া, সঞ্চয়, ধনসম্পদের মালিক হয়ে ওঠার স্বপ্ন থাকে চালাক ব্যক্তিদের। এই কারণে প্রেম বা বিয়ে নিয়ে তাঁরা অতিরিক্ত ভাবেন না।
২. চালাক বা বুদ্ধিমানেরা মনে মনে আসলে নরম হন। সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় থেকে তাঁরা প্রেমে হ্যাঁ বলেন না। আবার কোনও প্রেমিকা থাকলে, তাঁকে প্রতিশ্রুতিও দেন না। যে কারণে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না তাঁদের।
৩. প্রেমিকার স্বভাব, আচরণ নিয়ে অতিরিক্ত চালাক ব্যক্তিরা বড্ড বেশি বিশ্লেষণ করেন। কোনটা খারাপ, কোনটা ভাল, কোনটা বদলানোর প্রয়োজন। অরূপ সবসময় নিজের শাসনে রাখেন প্রেমিকাকে। এই স্বভাব থেকেই তাঁদের সম্পর্ক টেকে না বেশিদিন।
৪. অতিরিক্ত চালাকরা একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। জীবনে অতিরিক্ত মানুষ যুক্ত হয়ে, তাঁদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, এটা অনেকেই মেনে নিতে পারেন না। তাই চট করে সম্পর্কে জড়াতে চান না বুদ্ধিমানরা।
৫. বাইরে থেকে ফেলুদার মতো হাবভাব দেখালেও, মনে মনে এরা ভীষণ দিশেহারা এবং ভীতু। নিজের ক্ষেত্রে কী করা উচিত সেটা জানলেও, প্রেমের রীতিনীতি এরা ঠিক জানেন না। যে কারণে অজান্তেই আঘাত করে ফেলেন প্রেমিকাকে। যে কারণে প্রেমে দীর্ঘস্থায়ী হয় না তাঁদের।
কফিল / কফিল

মেদ কমাতে রাতে পান করুন এই ৫ পানীয়

দিনের বেলায় কাজের ফাঁকে ঘুম আসে? জানুন মুক্তির উপায়

তিল ভর্তা তৈরির সহজ রেসিপি

কোন মধু স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী, চেনার উপায় কী?

মনে প্রশান্তি চান? করতে হবে এই ৫ কাজ

শিশুর কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে যেসব খাবার

খালি পেটে রসুন খেলে কী হয়?

হঠাৎ জ্বর? সেরে উঠতে যা করবেন

ড্রাগন ফল কারা খাবেন, দৈনিক কতটুকু খাওয়া নিরাপদ?

ত্বকে বার্ধক্যের ছাপ রোধ করবে যেসব খাবার

তালের পায়েস তৈরির রেসিপি

মাথার ত্বকে ব্রণ হলে কী করবেন?
