ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ডেটিংয়ে পুরুষ সঙ্গী হিসেবে হৃতিক ও রোনালদোকে চান মিমি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৮-২০২১ বিকাল ৫:৩৩

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভাঙনের পর আর কারো প্রেমে পড়েছেন বলে শোনা যায়নি। ব্যস্ত আছেন শোবিজ ও রাজনীতি নিয়ে৷ বলছি কলকাতার সিনেমার মিষ্টি মেয়ে মিমি চক্রবর্তীর কথা।

সম্প্রতি এক আড্ডায় অংশ নেন তিনি। সেখানে জানান তার প্রেম, বিয়ে ও হানিমুন নিয়ে ভাবনার কথা।

আনন্দবাজার অনলাইনের সঙ্গে জমিয়ে আড্ডায় জানান কবে বিয়ে করবেন অভিনেত্রী? মিমির জবাব, মেয়ে হলেই বিয়ে করতে হবে এমন নিয়ম সমাজ তৈরি করে দিলেও তিনি মানেন না। তাই আপাতত রাজনীতি নিয়ে, অভিনয় নিয়েই থাকতে চান তিনি। এর বাইরে কিছু ভাবছেন না।

মিমির দাবি, 'বিয়ে তো লুকিয়ে করব না। তাই যে দিন সাতপাক ঘুরব সবাই জানতে পারবেন।'

পাশাপাশি এও জানিয়েছেন, নিজের দেশে রাতে ডেট করতে হলে পুরুষ সঙ্গী হিসেবে বেছে নেবেন হৃতিক রোশনকে। বিদেশে সঙ্গে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

মধুচন্দ্রিমায় কোথায় যাবেন মিমি? নিজেকে গুটিয়ে নিতে নিতে অভিনেত্রীর ঝটিতি জবাব, 'গাছে কাঁঠাল গোঁফে তেল। আগে তো বিয়ে করি!'

এমএসএম / এমএসএম