ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সোফায় বসে রান্না করেন মাহিয়া মাহি!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ২:২৬

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। করোনার কারণে অনেক দিন ধরেই শুটিং বন্ধ। তাই ঘরবন্দি হয়েই তার সময় কাটছে। আর এই সময়টাকে ব্যয় করছেন ব্যক্তিগত ও সাংসারিক কাজে। সেই মুহূর্তগুলো আবার শেয়ার করছেন ভক্তদের সঙ্গেও।

মঙ্গলবার (১০ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন মাহিয়া মাহি। তাতে দেখা যায়, রান্না করছেন তিনি। কিন্তু মজার ব্যাপার হলো, অন্য সবার মতো রান্নাঘরে গিয়ে নয়, মাহি রান্না করছেন তার বাসার সোফায় বসে!

শুনতে অদ্ভুত হলেও ঘটনা সত্য। মাহি জানান, তিনি ভুনা খিচুড়ি রান্না করেছেন। কারণ বুধবার (১১ আগস্ট) থেকে তার জিম শুরু হবে। এরপর লোভনীয় খাবার আর খেতে পারবেন না।

রান্না করতে করতে মাহি বলেন, ‘অনেক দিন পর রান্না করছি। অবশ্য কোরবানির ঈদে গরুর কালাভুনা করার চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা কালা হয়নি, অন্যরকম কিছু একটা হয়ে গেছে। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব।’

মাহির এই রান্নার ভিডিওটি দেখেছেন প্রায় ৪ লাখ অনুসারী। এতে রিঅ্যাকশন পড়েছে ৫০ হাজারের বেশি। মন্তব্য জমেছে প্রায় ১০ হাজার। এর মধ্যে সিংহভাগ মন্তব্যই নেতিবাচক। কেউ লিখেছেন, ‘ভিআইপি রাধুনিই একমাত্র সোফায় বসে রান্না করে। রান্নাটা টেস্ট করতে পারলে মন্দ হতো না।’

আবার কেউ লিখেছেন, ‘এক জীবনে বেডরুমে খিচুড়ি রান্না করা দেখাটা বাকি ছিল’। আরেকজন লিখেছেন, ‘বাহ সেজেগুজে, ঠোঁটে ইচ্ছামতো লিপস্টিক দিয়ে, সোফায় বসে রান্না। আদৌ এইটা কি রান্না? নাকি তামাশা চলছে এটাই বুঝলাম না!’

এদিকে কয়েকদিন আগে মাহি হিজাব পরা দুটি ছবি পোস্ট করে জানান, তিনি দিনরাত ‘আলহামদুলিল্লাহ্‌’ পড়ছেন। এর মাধ্যমে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের চেষ্টা করছেন। সেই পোস্টেও অনুসারীরা মিশ্র প্রতিক্রিয়া জানান।

এমএসএম / এমএসএম

কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড

এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর

এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!

আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী