মা হওয়ার পর ফের ছবির শ্যুটিংয়ে শুভশ্রী
শ্যুটিং ফ্লোরে ফিরলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত বছর মা হওয়ার সময় সাময়িকভাবে কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। যদিও এবছর একটি ডান্স রিয়েলিটি শো-এ বিচারকের ভূমিকায় অংশ নিয়ে কাজে ফিরেছিলেন তিনি। তবে, ছবির শ্যুটিং ফ্লোরে এসে কার্যত তাঁর সিনেমায় প্রত্যাবর্তন ঘটল। ২০১৯ সালে অঙ্কুশ ও শুভশ্রীকে নিয়ে একটি ছবির শ্যুটিং শুরু করেছিলেন কোরিওগ্রাফার -পরিচালক বাবা যাদব। কিন্তু তারপর করোনা ভাইরাসের আবির্ভাবে শ্যুটিং মাঝপথে বন্ধ হয়ে যায়। প্রায় দেড় বছর পর এই ছবির বাকি শ্যুটিং অবশেষে মঙ্গলবার শেষ করলেন পরিচালক। বাবা যাদব বললেন, ‘অল্প কিছুটা শ্যুটিং বাকি ছিল। গত দু’দিনে আমরা সেটাই শেষ করলাম। এবারে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে।’ ছবির একটি গান ছাড়াও বেশ কিছু দৃশ্যের শ্যুটিং শেষ হল এই পর্বে।
ছবিটি সুপারন্যাচরাল থ্রিলার ঘরানার। কীভাবে দেখা যাবে অঙ্কুশ ও শুভশ্রীকে? ‘এখনই সেটা বলতে চাই না। ছবিতে ওদের সম্পর্কটার মধ্যে একটা নতুনত্ব রয়েছে। বলা যায় ওদের একদম অন্যভাবে দর্শক দেখতে পাবেন,’ বক্তব্য পরিচালকের। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। পরিচালকের কথায়, ‘আমরা ছবির নাম নিয়ে এখনও আলোচনা করছি। ঠিক হলেই জানানো হবে।’ বাবা যাদবের পরিচালনায় এর আগে কাজ করেছেন অঙ্কুশ ও শুভশ্রী, তবে আলাদা ছবিতে। জিৎ-শুভশ্রী জুটির একাধিক ছবিও পরিচালনা করেছেন বাবা যাদব। তাঁর পরিচালিত শেষ ছবি ‘ভিলেন’-এ ছিলেন অঙ্কুশ।
কফিল / কফিল
কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড
এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’