ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

শাবানা ভদ্রমহিলা, পরীমনি শুধু মহিলা : বিপ্লব চ্যাটার্জি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৮-২০২১ সকাল ৯:৪৬

চিত্রনায়িকা পরীমনির গ্রেফতার হওয়ার ঘটনা কেবল দেশেই সীমাবদ্ধ নেই; ভারতের পশ্চিমবঙ্গেও বিষয়টি নিয়ে আলচনা-সমালোচনা হচ্ছে। কেননা টালিউডের বেশ কয়েকজন তারকার সঙ্গেও নাকি পরীর ‘বিশেষ যোগাযোগ’ ছিল। এ কারণে কলকাতার গণমাধ্যমে প্রকাশ হচ্ছে পরী সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদন।

এবার কলকাতার গুণী অভিনেতা বিপ্লব চ্যাটার্জি মন্তব্য করেছেন পরীমনি ইস্যুতে। তিনি পরীমনির সঙ্গে ‘রক্ত’ সিনেমায় কাজ করেছিলেন। সেই সূত্র ধরে একটি গণমাধ্যমের কাছে অভিনেতা বলেন, ওর মতো মহিলার সঙ্গে পর্দা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না! কেবল নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম। এই পর্যন্ত!

বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী শাবানাকে শ্রদ্ধা করেন বিপ্লব। তা জানিয়ে অভিনেতা বলেন, শাবানা আক্ষরিক অর্থেই ভদ্রমহিলা। তার স্বামীর সঙ্গেও আলাপ আছে। এই তারকা দম্পতির কোনো তুলনা হয় না। কিন্তু পরীমনিকে মহিলার বাইরে অন্য কিছু বলতে রাজি নই।

বিপ্লবের কথায় স্পষ্ট, পরীমনি অভদ্র! কিন্তু তিনি কিভাবে জানেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরীমনির সম্পর্কে অনেক কথা শুনেছি। যা আমার ভালো লাগেনি। সব রটনা তো মিথ্যে নয়। কিছু না থাকলে কি একজনের নামে এত বদনাম শোনা যায়!’

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) সেই রিমান্ডের মেয়াদ শেষ হলে সিআইডির আবেদনের প্রেক্ষিতে আরও ২ দিনের রিমান্ড মঞ্জু করেন আদালত।

জামান / জামান

কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড

এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর

এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!

আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ

ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস

অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!

রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’

প্রেমের প্রস্তাব দেওয়া তরুণকে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী