রাজ কুন্দ্রার সঙ্গে পরীমনির সংশ্লিষ্টতা খুঁজছে ভারতীয় পুলিশ!
পর্নকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৯ জুলাই রাতে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়। রাজ কুন্দ্রার বিরুদ্ধে চলমান পর্নোগ্রাফি মামলার পর থেকেই বেরিয়ে আসতে থাকে একের পর এক অভিযোগ। এখনো মেলেনি রাজ কুন্দ্রার জামিন। ফের তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট।
রাজ কুন্দ্রা গ্রেফতারের কয়েক দিন পর, গত ৪ আগস্ট ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) সেই রিমান্ডের মেয়াদ শেষ হলে সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আরো দুদিনের রিমান্ড মঞ্জু করে আদালত।
এবার শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার পর্নোকাণ্ডের সঙ্গে বাংলাদেশের নায়িকা পরীমনির যোগসূত্র খুঁজছেন ভারতের গোয়েন্দারা। পশ্চিমবঙ্গের কয়েকটি গণমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে। তাদের দাবি, পরীমনির সঙ্গে জড়িত ছিলেন একাধিক প্রযোজকও। এতে নড়েচড়ে বসেছে পশ্চিমবঙ্গ প্রশাসন।
জানা গেছে, নিউটাউনের বিভিন্ন বিলাসবহুল হোটেলের সিসিটিভি ফুজেট সংগ্রহ শুরু করেছে কলকাতা পুলিশ। এসব হোটেলে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে সম্প্রতি একাধিক মডেল ও অভিনেত্রীকে আটক করা হয়েছে। কাজের সূত্রে গেল চার বছর ধরে হোটেলগুলোতে যাতায়াত ছিল পরীমনির। এই সময়ে তিনি রাজ কুন্দ্রার সঙ্গে কোনো পর্নকাণ্ডে জড়িয়েছেন কি-না সেটা খতিয়ে দেখা হচ্ছে।
র্যাবের হাতে আটক হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে পরীমনির বিরুদ্ধে। এখন দেখার বিষয়, রাজ কুন্দ্রার পর্নোকাণ্ডের সঙ্গে এই নায়িকার কোনো সংশ্লিষ্টতা পায় কি-না ভারতীয় পুলিশ!
জামান / জামান
কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড
এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি
‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’
ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
ভালো কাজের জন্য সময় নিয়েছি: অপু বিশ্বাস
অতিরিক্ত সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে অভিনেত্রীকে
জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ!
রেকর্ড ভাঙা সাফল্যে ২০২৫ সালে দর্শকদের প্রথম পছন্দ ‘বঙ্গ’