ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ইউজিসির পিএইচডি ফেলোশিপ পেলেন কুবির দুই শিক্ষক


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ১:১২

ইউজিসি পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ২০২২-২৩ এ চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক৷  রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়৷ ইউজিসি পিএইচডি ফেলোশীপ প্রোগ্রাম ২০২২-২৩ এর আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৫৫ জনকে এই ফেলোশিপের জন্য মনোনীত করা হয়। এতে কুবির দুই শিক্ষকের গবেষণা প্রস্তাবনাও স্থান পায়।

মনোনীত দুই শিক্ষক হলেন- গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্ল্যাহ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল হুসাইন।

অধ্যাপক মোহাম্মদ শফি উল্ল্যাহ কাজ করছেন বাইফারকেশন এনালাইসিস এন্ড সলিটন সল্যুশনস অব সাম নন-লিনিয়ার মডেলস বিষয়ে।ফেলোশিপের বিষয়ে তিনি বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই ইউজিসিকে, আমাকে পিএইচডি ফেলোশিপ এর জন্য নির্বাচন করায়। আমাদের উপাচার্য মহোদয়ের গবেষণার প্রতি অনুপ্রেরণা এবং বর্তমান সরকারের সহযোগিতার ফলস্বরূপ আমার এই পিএইচডি ফেলোশিপ প্রাপ্তি। এ ধরণের সহযোগিতা চলমান থাকলে গবেষণার প্রতি সকলের আগ্রহ বাড়বে। সেইসাথে আমাদের বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ গবেষণায় ও নতুন নতুন উদ্ভাবনার আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি।

অন্যদিকে মো: বেলাল হুসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডের তত্ত্বাবধানে ‘সাইবার বুলিং এগেইনস্ট উইম্যান ইন বাংলাদেশ: এ স্টাডি অন সোশ্যাল মিডিয়া ইউজারস' নিয়ে কাজ করছেন।

ফেলোশিপের ব্যাপারে মো. বেলাল হুসাইন বলেন, ইউজিসির এই ফেলোশিপ অবশ্যই আমার গবেষণা কার্যক্রমে আরও গভীরভাবে মনোনিবেশ করতে উৎসাহিত করবে। আমি মনে করি, এটি একটি গুরু দায়িত্ব। এই গবেষণা যাতে জাতীয় স্বার্থে কাজে আসে সেই দায়বদ্ধতার কথা অবশ্যই আমি সব সময় স্মরণ রাখবো। আমার সম্মানিত সুপারভাইজার অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্যারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। এছাড়া যাঁরা আমাকে প্রেরণা যুগিয়েছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এমএসএম / এমএসএম

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান