ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

লিবারেল মাইন্ডসের 'সভাপতির পদত্যাগ' নিয়ে নিজেদের অবস্থান জানালো কুবির ইংরেজি বিভাগ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২৪ দুপুর ১:২৮

গত ২৯ জানুয়ারি ঘটে যাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডসের 'সভাপতির পদত্যাগ' নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিভাগের জরুরি সভার পর ইংরেজি বিভাগের মোট ৮ জন শিক্ষকের স্বাক্ষরে 'সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটি অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে, ইংরেজি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর অবস্থান' শিরোনামে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ৩০ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন লিবারেল মাইন্ডসের প্রাক্তন সভাপতি এবং ইংরেজি বিভাগের ছাত্র মো: আনোয়ার আজম একই বিভাগের একজন সম্মানিত শিক্ষকের বিরুদ্ধে কিছু অভিযোগসহ বিভাগীয় প্রধানের নিকট একটি পদত্যাগপত্র নিয়ে আসে এবং যে খবরটি পরবর্তীতে গণমাধ্যমে কাভারেজ পায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বিভাগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে কিছু সিদ্ধান্তের পাশাপাশি এই বিষয়ে বিভাগের অবস্থানমূলক বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 

গত বছরের ১৮ জুলাই ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা শেষ হওয়ায় বিভাগ উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আনোয়ার আজমের লিবারেল মাইন্ডসের সভাপতি পদ হতে পদত্যাগপত্রটি গ্রহণ করা বা আমলে নেওয়ার প্রয়োজনীয়তা মনে করেনি। কারণ, ২০২৩ সালের জানুয়ারি মাসের একাডেমিক কমিটি মিটিংয়ে লিবারেল মাইন্ডসের গঠনতন্ত্র সংশোধনকালে সিদ্ধান্ত হয় যে মাস্টার্স চূড়ান্ত পর্ব থেকে সভাপতি নির্বাচিত হবেন এবং যেহেতু সংগঠনটির কার্যনিবাহী পরিষদের মেয়াদ এক বছর এবং উক্ত শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম আর মাত্র কয়েক মাস বাকি সে প্রেক্ষিতে সভাপতির কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য "সহ-সভাপতি" পদটি সৃষ্টি করা হয়। সে মোতাবেক, ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাঃ হাবিবুর রহমান লিবারেল মাইন্ডসের সহ-সভাপতি এবং সেক্রেটারিকে নিয়ে নির্বাচন কার্যক্রমটি পরিচালনা করেন। উল্লেখ্য যে, বিভাগে মো: আনোয়ার আজম অভিযোগ পত্রটি জমা দিতে আসলে বিভাগের দুই জন সিনিয়র শিক্ষক তাঁর সাথে কথা বলে আশ্বাস দেন যে সে কষ্ট পেয়ে থাকলে বিভাগ সেটা দেখবে। তাকে পরদিন সকাল ১০.০০ টায় বিভাগের সিনিয়র শিক্ষকদের সাথে বসার আহ্বান জানিয়ে সে পর্যন্ত ধৈর্য্য ধারণ করার পরামর্শ জানালে হলেও সে কয়েকটি দপ্তরে অভিযোগপত্রটি প্রেরণ করে।

দ্বিতীয়ত, মো: আনোয়ার আজম দাবি করেন যে তিনি প্রধান উপদেষ্টা তথা প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং তাঁর সাথে কথা বলে (যা সে পদত্যাগপত্র জমা দিতে এসে দাবি করে) উক্ত অভিযোগপত্রটি পেশ করেন। অত্যন্ত দুঃখজনক হলেও তার এই দাবি একজন সিনিয়র শিক্ষককের বিরুদ্ধে চরম মিথ্যাচার বলে সভায় প্রতীয়মান হয়। পদত্যাগপত্রে মো: আনোয়ার আজম আরো দাবি করেন যে বিভাগীয় শিক্ষক শারমিন সুলতানা তাকে "উদ্দেশ্য প্রণোদিতভাবে", "ধমকাতে থাকেন" এবং "মানহানিকর আচরণ" করেন। নিজ শিক্ষকের বিরুদ্ধে এমন শব্দ চয়নকে ইংরেজি বিভাগের কাছে নৈতিকতার চরম অবক্ষয় বলে মনে হয়। একজন শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে শাসন করার অধিকার না থাকাটা তার শিক্ষাদানের অধিকারকে খর্ব করার শামিল। তাছাড়া ছাত্র-শিক্ষক সর্ম্পকের মধ্যে কোন প্রকার ভুল বোঝাবুঝি হলে কিংবা একের কর্তৃক অন্য কষ্ট পেলে সেটা আলোচনার মাধ্যমে সমাধানটি কাম্য ছিল যে সুযোগ ঐ শিক্ষার্থী গ্রহণ করেননি।

উক্ত পদত্যাগপত্রে মো: আনোয়ার আজম সংগঠনটির সেক্রেটারি মোঃ নয়ন মিয়াকে নিয়েও কিছু মিথ্যাচার করেন। মোঃ নয়ন মিয়া বলেন তিনি এই বিষয় কিছু জানেননা কারণ তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেননা। তিনি শিক্ষকদের আরো জানানা যে সিনিয়র ভাই আনোয়ার আজমের কাছে তিনি জানতে চেয়েছেন তাকে কেন জড়ানো হলো।

মোঃ আনোয়ার আজমের এই পদত্যাগপত্রের ভিত্তিতে গত ৩০ জানুয়ারি  শারমিন সুলতানাকে নিয়ে তাঁর অনুমতি ব্যতিত ছবি ব্যবহার করে অনলাইন পত্রপত্রিকা খবর ছাপিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে যা অত্যন্ত আপত্তিকর ও শিষ্টাচার বর্হিভূত। তাছাড়া, উক্ত খবরগুলি প্রকাশিত হয়েছে কোন প্রকার ক্রস-চেকিং ছাড়াই।

এমএসএম / এমএসএম

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক