ব্রিটনির অভিভাবকত্ব ছাড়লেন তার বাবা

বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের আইনি অভিভাবকত্ব ছাড়লেন তার বাবা জেমি স্পিয়ার্স। বৃহস্পতিবার আদালতের একটি নথির ওপর ভিত্তি করে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
কিছুদিন আগে আদালতে ব্রিটনি তার বাবার বিরুদ্ধে অর্থের অপব্যবহারের অভিযোগ তোলেন। শুধু তাই নয়, ব্রিটনির অভিযোগ, ব্যক্তিগত জীবনও দুর্বিষহ করে তুলেছেন তার বাবা। সেই মামলার রায় এখনো হয়নি। তার আগেই মেয়ের আইনি অভিভাবকত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটনির বাবা। দীর্ঘ ১৩ বছর পর এই দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন।
২০০৭ সালে স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ব্রিটনি। সে সময় মেয়ের ব্যক্তিগত জীবন ও অর্থ-সম্পত্তি দেখাশোনার জন্য আইনি তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হন বাবা জেমি স্পিয়ার্স।
কিন্তু এই অভিভাবকত্ব ক্রমেই ব্রিটনির কাছে অমানবিক হয়ে ওঠে। তিনি আদালতের দ্বারস্থ হন, বাবার বিরুদ্ধে অর্থ অপব্যহারের অভিযোগ আনেন এবং বাবার অভিভাবকত্ব থেকে মুক্তি চান। শুধু তা–ই নয়, একে অমানবিক ও নিপীড়নমূলক বলেও উল্লেখ করেন। বাবার হাত থেকে মুক্তি না দিলে গান ছেড়ে দেওয়ার হুমকিও দেন।
যদিও শুরু থেকেই গায়িকার বাবা এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন। মামলা চলাকালে ব্রিটনির পক্ষে দাঁড়ান তার ভক্তরা। হ্যাশট্যাগ ফ্রিব্রিটনি প্রচারণার মাধ্যমে বিষয়টিকে আর গুরুত্বপূর্ণ করে তোলেন তারা। সাবেক প্রেমিক জাস্টিন টিম্বারলেকসহ আরও অনেকেও দাঁড়ান ব্রিটনির পক্ষে।
তবে ব্রিটনির সব অভিযোগ অস্বীকার করেছেন তার বাবা। তার মতে, তিনি যা করেছেন, মেয়ের ভালোর জন্যই করেছেন।
এমএসএম / এমএসএম

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

পরিবারের সেই আনন্দটা মিস করি: সাবিনা ইয়াসমিন

প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি

ভক্তদের সুখবর দিলেন তানজিন তিশা

অভিনেত্রী রানিকে ১০২ কোটি টাকা জরিমানা

‘যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন’

‘বনি আমার হাত শক্ত করে ধরেছিল’

বলিউডের গোপন নোংরামি নিয়ে মুখ খুললেন নায়িকা
