যশরাত নাকি যশমিতা, কোন রসায়ন পছন্দ যশের?
কয়েক মাস ধরেই টালিউডের সবচেয়ে চর্চিত দুটি নাম হলো নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। তারা একসঙ্গে সিনেমা করেছেন বটে। তবে তাদের নিয়ে আলোচনার মূল কারণ বাস্তব জীবনের সম্পর্ক। হ্যাঁ, তারা প্রেম করছেন। শুধু প্রেম না, একসঙ্গে বসবাসও করছেন।
এরই ফাঁকে আবার যশের সঙ্গে জড়াল তার পুরনো বন্ধু মধুমিতা সরকারের নাম। দীর্ঘ ৫ বছর পর তারা একসঙ্গে কাজ করেছেন। ‘ও মন রে’ শীর্ষক একটি মিউজিক ভিডিওতে রোম্যান্স করেছেন তারা। তাই প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠছে, নুসরাত নাকি মধুমিতা, কার সঙ্গে রসায়নে মজতে ভাল লাগে যশের।
ভক্তরা ইতোমধ্যে ইন্টারনেট দুনিয়ায় যশ ও মধুমিতাকে একসঙ্গে জুড়ে নাম দিয়েছেন ‘যশমিতা’। আর আগে থেকে নুসরাতের সঙ্গে মিলিয়ে বলা হচ্ছে ‘যশরাত’। এমন মিষ্টি-মধুর বিড়ম্বনায় একটু অস্বস্তিতেই রয়েছেন যশ। তার কাছে জানতে চাওয়া হয়, ‘যশরাত নাকি যশমিতা?’
এমন প্রশ্ন শুনে এড়িয়ে গেলেন অভিনেতা। বললেন, ‘অভিনেতাদের কাজ চরিত্র হয়ে ওঠা। নতুন নতুন জুটি তৈরি করে দর্শকদের খুশি করা। আর মধুমিতার সঙ্গে পর্দায় কাজ করা ঘরে ফেরার মত। এটা অনেকটা সাঁতার শেখার মত, একবার শিখলে কেউ ভোলে না।’
মধুমিতা জানালেন, যশের সঙ্গে ৫ বছর পর অভিনয় করতে কোনো অসুবিধাই হয়নি তার। তবে সম্প্রতি অভিনেতা সৌরভের সঙ্গে পাহাড়ে গিয়ে মধুমিতার অবকাশ যাপনের কিছু ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। এ নিয়ে নেটিজেনদের ট্রলের শিকারও হন তিনি। এমন পরিস্থিতি কীভাবে সামলে নেন? জবাবে মধুমিতা বলেন, ‘তারকা যদি নারী হন, তার ওপর যদি সিঙ্গেল, তাহলে তো সোনায় সোহাগা। যার সঙ্গে খুশি নাম জুড়ে দিলেই হল। বন্ধুরাও রেহাই পায় না।’
অন্যদিকে যশকে ঘিরেও ট্রলের মাত্রা লাগামছাড়া। তিনি নুসরাতের অনাগত সন্তানের পিতা কিনা, নুসরাতের বাড়িতে একসঙ্গে থাকেন কিনা, এসব নিয়ে হরহামেশাই কথা শুনতে হচ্ছে। এ বিষয়ে যশ বলেন, ‘ভক্তদের ইচ্ছা তারা প্রশ্ন করেছেন, আমার ইচ্ছা যে আমি উত্তর দেব না। আমার কার সঙ্গে কী আছে, আমার ব্যক্তিগত জীবনে কী চলছে, তার উত্তর আমি কারো কাছেই দিতে চাই না।’
এমএসএম / এমএসএম
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,