রাজধানীতে অনুষ্ঠিত হলো এইস রেইনবো সিরিজ ফেস্টিভ্যাল

দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মটরসের আয়োজনে মহাখালীর নিটল নিলয় সেন্টারে অনুষ্ঠিত হলো ACE RAINBOW SERIES FESTIVAL. ফেস্টিভ্যালে টাটা মটরসের জনপ্রিয় বাণিজ্যিক গাড়ি ACE এর রেইনবো সিরিজের বিভিন্ন ধরনের ভেহিক্যালস স্থান পায়। এ উপলক্ষ্যে নিটল মটরস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমাদ বলেন, টাটা মটরসের বিভিন্ন রেঞ্জের বাণিজ্যিক গাড়িগুলো বাংলাদেশের গ্রাহকদের কাছে সুপরিচিত। আমরা ক্রেতাদের চাহিদার সাথে মিল রেখে নিত্যনতুন ফিচারের গাড়ি নিয়ে আসছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এইসের রেডি-টু-ইউজ বডিসহ পিকআপগুলো ক্রেতারা ক্রয় করার পরপরই ব্যবসার কাজে লাগাতে পারবেন। ফলে এই গাড়িগুলো দেশের পরিবহন ব্যবসায়ীদের জন্য নিয়ে আসবে দুর্দান্ত সুবিধা। এইসের রেইনবো সিরিজের গাড়িগুলো তাদের জন্য আদর্শ পিকআপ হয়ে উঠতে পারে, যারা ব্যবসায় বেশি উপার্জনের জন্য ছোট ধরনের বাণিজ্যিক গাড়ি চাচ্ছেন।
এইস সিরিজের পিকআপগুলো দেশের পরিবহন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করেছে এবং অর্জন করেছে অগণিত উদ্যোক্তার আস্থা।
দৈনন্দিন প্রয়োজনে মহাসড়ক থেকে শুরু করে অলি-গলিতে দুরন্ত ছুটে চলা এই পিকআপ এখন পাচ্ছেন আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের বডিসহ। টাটা এইস রেইনবো সিরিজে আছে পাঁচ ধরনের বডিসহ গাড়ি - এইস টাইগার, এইস লায়ন, এইস পানডা, এইস কোবরা এবং এইস টিউলিপ। মার্কেট লোড এবং সাধারণ পণ্য পরিবহনের জন্য এইস টাইগার খুব উপযোগী। যারা এলপিজি ব্যবসা করছেন বা করতে চান, তারা নিতে পারেন এইস কোবরা। এইস লায়ন ব্যবহার করা যাবে ভেজিটেবল এবং ফিস পরিবহন করার জন্য। এইস পান্ডা মূলত আরএমজি পণ্য পরিবহনের জন্য। যারা FMCG পণ্য নিয়ে কাজ করছেন তাদের জন্য রয়েছে এইস টিউলিপ।
এইস রেইনবো সিরিজের পিকআপগুলোর মজবুত ডিজাইন, সেরা পারফরম্যান্স এবং আকর্ষণীয় প্যাকেজ গ্রাহকদের ব্যবসাকে আরও শক্তিশালী করে তুলবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অরুণ জালালি (হেড, কাস্টমার কেয়ার, সিভিবিইউ, টাটা মটরস)। এছাড়াও উপস্থিত ছিলেন রাকেশ মিত্তাল (হেড, কাস্টমার কেয়ার, সিভিআইবি, টাটা মটরস), রাজীব শর্মা (আরএমসিসি, সার্ক, টাটা মটরস), মোহাম্মদ তানবীর শহীদ (সিইও, সেলস এন্ড মার্কেটিং, নিটল মটরস লিমিটেড), আহমেদ শওকত হোসেন (প্রোডাক্ট প্রেসিডেন্ট, নিটল মটরস এইস সেগমেন্ট), বরুণ শংকর (TAS অফিসার, SCV, কমার্শিয়াল ভেহিক্যালস)।
এমএসএম / এমএসএম

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

শাহজালালে নারী যাত্রীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

পেঁয়াজের ঝাঁজে পুড়ছে ক্রেতার পকেট, খুচরায় কমেনি দাম

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের বেশি

জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা: ফাওজুল কবির

বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনও সবজি নেই

প্রথম ১০ দিনে ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল
