ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

শুল্ক কমার প্রভাব নেই চালের বাজারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৮-২০২১ দুপুর ৩:৫৯

চালের দাম নিয়ন্ত্রণে আমদানিতে ৩৬ দশমিক ৭৫ শতাংশ শুল্ক কমানো হলেও বাজারে তার প্রভাব পড়েনি। তবে আপাতত দামের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধ করা গেছে।

রোববার (১৫এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনই চিত্র পাওয়া গেছে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে বলে দেখা গেছে।

রাজধানীর রামপুরা, মালিবাগ ও মধুবাগ বাজার ঘুরে দেখা গেছে মিনিকেট কেজিপ্রতি ৬০ থেকে ৬২ টাকা, নাজিরশাইল ৬২ থেকে ৬৫ টাকা, আটাশ বালাম ৫০ থেকে ৫৪, পাইজাম ৫০ থেকে ৫৫, গুটি স্বর্ণা ৫০, চিনিগুড়া ৯০ থেকে ৯৫ টাকা ও বাসমতি ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

চাল বিক্রেতা হালিম মিয়া বলেন, চাল আগের দামেই বিক্রি করছি। দাম কমেনি। শুনেছি শুল্ক কমানো হয়েছে। তবে বাজারে আমদানিকৃত চাল এখনও আসেনি। হয়তো চলতি সপ্তাহে আমদানিকৃত চাল বাজারে এলে দাম কিছুটা কমতে পারে। আমরা কম দামে কিনতে পারলে কম দামে বিক্রি করবো।

প্রসঙ্গত, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট আমদানিতে শুল্ক ৩৬ দশমিক ৭৫ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে কাস্টম ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ শুল্ক ১০ শতাংশ হ্রাস করা হয়েছে। এর পাশাপাশি বিদ্যমান রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক ২৫ শতাংশ প্রত্যাহার করা হয়েছে। অন্যান্য ১.৭৫ শতাংশসহ মোট ৩৬.৭৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে। ছাড়কৃত শুল্ক-কর বাদ দিলে চাল আমদানিতে ২৫ দশমিক ৭৫ শতাংশ বহাল থাকবে।

বাজারে কেজিপ্রতি চিনি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকায়, বোতলজাত সয়াবিন তেল (৫লিটার) ৭১০ থেকে ৭১২ টাকা, দেশি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকা, রসুন ১১০ থেকে ১২০, আদা ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে কাঁচা মরিচের দাম কিছুটা কমে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজার আগের মতো স্থিতিশীল রয়েছে। মুরগীর দাম না বাড়লেও বেড়েছে ডিমের দাম। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়।

এমএসএম / এমএসএম

বাণিজ্য ঘাটতি কমলে শুল্ক কমানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারির পর চলে যেতে হবে, মানুষের জন্য কিছু করে যেতে চাই

মেডিকেল ভর্তিতে অটোমেশন : বেসরকারি স্বাস্থ্য শিক্ষা সেক্টর ধ্বংসের ষড়যন্ত্র

মাছের দাম চড়া, ভরা মৌসুমেও ইলিশ অধরা

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

ব্রয়লার ১৬৫, ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সাংহাই-সিঙ্গাপুরের মতো দেখতে চাই

এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা

সবজির পর দাম বেড়েছে মুদি পণ্যের, চড়বে আলুর বাজারও

চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ১০০০ কনটেইনার বিক্রি

ডিজিটাইজেশন না হওয়ায় সময়ের কাজ সময়ে হয় না: এনবিআর চেয়াম্যান

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান