সাবেক প্রেমিকের প্রশংসায় আলিয়া ভাট
২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে একসঙ্গে অভিষেক হয়েছিল হালের অন্যতম দুই বলিউড তারকা আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার। ওই ছবির শুটিং সেট থেকে নাকি তারা প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন। কিন্তু বেশিদিন টেকেনি সে সম্পর্ক।
তবে প্রেম ভাঙলেও রয়েছে গেছে বন্ধুত্ব। তাই তো সাবেক প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রের প্রশংসা করতেও পিছপা হলেন না আলিয়া ভাট। মহেশ-কন্যার ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখলেই তার প্রমাণ পাওয়া যায়।
নতুন করে সিদ্ধার্থে মুগ্ধ আলিয়া। তবে ব্যক্তিগত কারণে নয়, পর্দায় সিদ্ধার্থের অভিনয়ে। অ্যামাজন প্রাইমে সম্প্রতি মুক্তি পাওয়া ‘শেরশাহ’ ইতোমধ্যেই দেখে ফেলেছেন আলিয়া। সেখানে কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ।
মরণোত্তর পরমবীরচক্র পদকপ্রাপ্ত সেনার চরিত্র পর্দায় সিদ্ধার্থকে ফুটিয়ে তুলতে দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিলেন আলিয়া। সিদ্ধার্থের একটি ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘ছবিটি অবশ্যই দেখা উচিত। এই ছবিটি আমাকে একই সঙ্গে কাঁদিয়েছে এবং হাসিয়েছে। বিশেষ করে তোমাকে খুব ভালো লেগেছে।’
শুধু সিদ্ধার্থের প্রশংসা করে থেমে যাননি আলিয়া। ছবিতে সিদ্ধার্থের বিপরীতে থাকা কিয়ারা আডবাণীর অভিনয়ের প্রশংসাও করেছেন তিনি। লিখেছেন, ‘ছবিতে তুমি উজ্জ্বল।’
বলিউডে গুঞ্জন, বর্তমানে কিয়ারার সঙ্গে প্রেম করছেন সিদ্ধার্থ। একসঙ্গে নাকি ছুটিও কাটান তারা। অর্থাৎ একই সঙ্গে সাবেক এবং তার প্রেমিকাকে নির্দ্বিধায় অভিনন্দন জানালেন আলিয়া।
সিদ্ধার্থ এবং আলিয়া তাদের সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কথা বলেননি। দুজনে মুখে কুলুপ আঁটলেও তাদের প্রেমের গল্প জানতেন সকলেই। তবে তাদের বিচ্ছেদ কেন হয়েছিল, তার উত্তর এখনো খুঁজছেন অনুরাগীরা।
প্রীতি / প্রীতি
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,