জয়ার সিনেমা দিয়ে খুলছে কলকাতার প্রেক্ষাগৃহ

করোনার অতি সংক্রমণের জেরে কয়েক মাস ধরে বন্ধ কলকাতার সিনেমা হলগুলো। অবশেষে খুলছে। তাও বাংলাদেশি তারকা জয়া আহসানের সিনেমার মাধ্যমে। আগামী ২০ আগস্ট এই অভিনেত্রী বিনিসুতোয় সিনেমাটির মাধ্যমে চালু হচ্ছে ওপার বাংলার প্রেক্ষাগৃহ। কলকাতার একাধিক সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে।
‘বিনিসুতোয়’ সিনেমাটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। সেখানে জয়া আহসান অভিনয় করেছেন শ্রাবণী চরিত্রে। এছাড়া সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন জয়া। তার বিপরীতে কাজল চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে আরও আছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে।
সিনেমার গল্পে দেখা যাবে, কাজল (ঋত্বিক) ও শ্রাবণীর (জয়া) দেখা হয় একটি রিয়্যালিটি শোতে। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। একদিন দুর্ঘটনায় পড়েন শ্রাবণী, তখন কাজল তাকে দেখাশোনা করেন। এমন মানবিক সম্পর্কের জটিল বিষয় কীভাবে গাঁথা হয় সেটাই পর্দায় তুলে এনেছেন পরিচালক অতনু ঘোষ।
এদিকে, ২০ আগস্ট ‘বিনিসুতোয়’ মুক্তির আগে ১৫ আগস্ট রাত ৯টায় প্রকাশ পায় সিনেমাটির ট্রেলার। এ উপলক্ষে একই দিন একই সময়ে একটি অনলাইন আড্ডার আয়োজন করে কলকাতার একটি সংবাদমাধ্যম। সেখানে অংশ নেন সিনেমাটির পরিচালক অতনু ঘোষ এবং প্রধান দুই চরিত্র ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান।
এর অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবার’ নামে একটি সিনেমায় অভিনয় করেন বাংলাদেশের জয়া আহসান। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন টলিউডের ‘বুম্বাদা’ খ্যাত কিংবদন্তি তারকা প্রসেনজিত চট্টোপাধ্যায়। এই নায়কের বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান। পেয়েছেন একাধিক পুরস্কারও।
প্রীতি / প্রীতি

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

পরিবারের সেই আনন্দটা মিস করি: সাবিনা ইয়াসমিন

প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি

ভক্তদের সুখবর দিলেন তানজিন তিশা

অভিনেত্রী রানিকে ১০২ কোটি টাকা জরিমানা

‘যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন’

‘বনি আমার হাত শক্ত করে ধরেছিল’
