ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে মালয়েশিয়ার হোম ইমপ্রুভমেন্ট রিটেইল ব্র্যান্ড মি: ডি আই ওয়াই এর যাত্রা শুরু


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৬-৪-২০২৪ দুপুর ২:২৫

বাংলাদেশে যাত্রা শুরু করল দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় হাউজহোল্ড রিটেইল ব্র্যান্ড মি: ডি আই ওয়াই। রাজধানীর উত্তরার পলওয়েল কারনেশন শপিং সেন্টারে শুক্রবার (৫ এপ্রিল) এর রিটেইল স্টোর উদ্বোধনের মাধ্যমে ১২তম দেশ হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো ব্র্যান্ডটি। ভারতের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে কাজ শুরু করলো মি: ডি আই ওয়াই। 

জনপ্রিয় মডেল ও অভিনেতা নিরব হোসেন ও মি: ডি আই ওয়াই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আরো ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন সৈয়দ নূর আনোয়ার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান কবির, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাছিম আহমেদ, এইচআর ম্যানেজার মোহাম্মদ শাহিন মোল্লা, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, ওয়্যারহাউজ ম্যানেজার মো. মো. ওমর ফারুক হোসাইন, লিগ্যাল কাউন্সিল মাহমুদা আক্তার ও স্টোর ম্যানেজার এসএম আদিল হোসেন। 

অনুষ্ঠানে মি: ডি আই ওয়াই বাংলাদেশের হেড অব অপারেশন সৈয়দ নূর আনোয়ার বলেন, “আমাদের লক্ষ্য বিস্তৃত পরিসরের প্রয়োজনীয় পণ্যের সমাহারের মাধ্যমে শুধুমাত্র ঢাকাবাসী নয় বরং দেশজুড়ে মানুষের জন্য ‘অলওয়েজ লো প্রাইজ’ -এ অঙ্গীকার পূরণে কাজ করা। সার্বিকভাবে, আমরা দেশের সবার জীবন ও কেনাকাটার অভিজ্ঞতার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

স্টোর উদ্বোধনের অংশ হিসেবে, তিন দিনব্যাপী (০৫ এপ্রিল থেকে) ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় অফার ও ছাড়। ক্রেতাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে, আউটলেট আসা ক্রেতারা একটি স্লিপে নূন্যতম ১ হাজার টাকার শপিং করে বিনামূল্যে উপহার হিসেবে পাবেন একটি ছাতা।

ঢাকার ৯,৪০০ বর্গফুটের আউটলেটটিতে ক্রেতারা পাঁচটি মূল ক্যাটাগরিসহ খেলনা, গাড়ির অ্যাকসেসরি, গহনা, কসমেটিকস, গৃহস্থালি ও ফার্নিশ পণ্য, ইলেক্ট্রনিকাল, স্টেশনারি ও স্পোর্টস ইক্যুইপমেন্টসহ হোম ইমপ্রুভমেন্টের পণ্যের সম্ভার থেকে নিজেদের পছন্দের পণ্য কিনতে পারবেন। অলওয়েজ লো প্রাইজ স্লোগান নিয়ে ব্র্যান্ডটি এর আউটলেটের এসকেইউ-তে ৫ হাজারের বেশি পণ্য নিয়ে রাজধানী বাসীর জীবনযাত্রাকে করবে তুলবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। 

২০০৫ সালে মালয়েশিয়ায় যাত্রা শুরু করে মি. ডিআইওয়াই। বর্তমানে, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভারত, ক্যাম্বোডিয়া, তুরস্ক, স্পেন ও ভিয়েতনামে সাড়ে তিন হাজারের বেশি স্টোরের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে মি: ডি আই ওয়াই।

Sunny / Sunny

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

চাঁদপুরে বাউবির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন

কমিউনিটি ব্যাংক ও হলিডে ইন ঢাকার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

প্রথমবারের মত সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করলো এনআরবিসি ব্যাংক

টেকনাফের গহিন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে মানব পাচারকারী আটক

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার “রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা”-কে আর্থিক সহায়তা প্রদান করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপের কৌশলগত সহযোগিতা: যুবসমাজের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন উদ্যোগ

ন্যাশনাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন সৈয়দ জুবায়ের আহমদ

বিএসইসি ও সিএসইর যৌথ উদ্যোগে 'এএমএল/সিএফটি কমপ্লায়েন্স' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান পলাশ

সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রো ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আনছে রিয়েলমি সি৮৫ প্রো!

মায়ানমার হতে মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারকালে ৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড