ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সেই অঞ্জনাই এবার পরীর মুক্তি চাইলেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ৪:৫

দিন দশেক আগে হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন সত্তর ও আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা। যেদিন (৮ আগস্ট) মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার জেরে পরীমনি ও চিত্রনায়িকা সিমন হাসান একার সদস্যপদ সাময়িক স্থগিত করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

এদিন বিকালে এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীমনির বিষয়ে অঞ্জনা বলেছিলেন, ‘সে ঘরের মধ্যে কী করলো সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে, তখনই শিল্পী সমিতির দেখার বিষয়। সমিতি সেটা সহ্য করবে না।’

এমন কড়া বার্তা দেওয়ার ১০ দিনের মাথায় এবার পরীমনির জামিনের জন্য প্রার্থনা করলেন অভিনেত্রী অঞ্জনা। গত বছরের অক্টোবরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজের জন্মদিনের আয়োজন করেন পরীমনি। সেখানে আমন্ত্রিত ছিলেন অঞ্জনাও। সেই অনুষ্ঠানে পরীমনির সঙ্গে তোলা একটি ছবি বুধবার সকালে ফেসবুকে পোস্ট করেন তিনি।

ওই ছবির ক্যাপশনে অঞ্জনা লেখেন, ‘আমরা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নই। জীবনে চলার পথে সঠিক দিকনির্দেশনা না থাকলে অবশ্যই জীবন অনাকাঙ্ক্ষিত ভাবেই ভুল পথে অতিবাহিত হয়।’

এরপর পরীমনির বিষয়ে অভিনেত্রী লেখেন, ‘পরিমনি একটা এতিম মেয়ে। শৈশব থেকে পারিবারিক মায়া মমতার কোনো স্পর্শ পায়নি। পারিবারিকভাবে সুনির্দিষ্ট কোনো দায়বদ্ধতা ছিল না। তাই হয়তো না বুঝেই অন্য পথে ধাবিত হয়েছিল তার জীবন। আরেকটি কথা বলতেই হয়, শিল্পী হিসেবে পরীমনি যথেষ্ট ভালো অভিনয় করে। সে দেখতেও অপূর্ব সুন্দরী।’

তিনি আরও লেখেন, ‘আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ করতে অবশ্যই পরীমনির প্রয়োজন আছে। আমি আশা করি সবকিছু ছাপিয়ে সে ভবিষ্যতে অভিনয়ে মনোযোগী হবে। সর্বোপরি সবকিছু বিবেচনা করে একটা অসহায় মেয়ের সার্বিক সুদূর ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা পর্যালোচনা মোতাবেক আমি এদেশের আইন ও বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান প্রদর্শন করে শুধু একটি বিনীত অনুরোধ জানাবো, সার্বিক বিষয় পর্যালোচনা করে পরীমনির জামিন মঞ্জুরের আদেশ প্রদান করলে চির কৃতজ্ঞ থাকবো।’

তবে আজ বুধবারও হয়নি পরীমনির জামিন শুনানি। বরং মামলার তদন্ত কর্মকর্তা নায়িকাকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত আগামীকাল বৃহস্পতিবার পরীমনির রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকসহ তাকে আটক করে র‌্যাব। ওই দিনই বনানী থানায় র‌্যাব বাদী হয়ে নায়িকার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। সেই মামলায় আদালতের নির্দেশে বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

প্রীতি / প্রীতি

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

পরিবারের সেই আনন্দটা মিস করি: সাবিনা ইয়াসমিন

প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি

ভক্তদের সুখবর দিলেন তানজিন তিশা

অভিনেত্রী রানিকে ১০২ কোটি টাকা জরিমানা