ফেসবুকে সরব হলেন চিত্রনায়ক ফেরদৌস
সহকর্মী অনেকের সঙ্গে নানান সময়ে দেখা হবার পর তার ফেসবুক আইডি জানতে চায়। কিন্তু ফেরদৌসের একটাই জবাব ছিলো-আমি ফেসবুকে নেই। কিন্তু কেউই তা বিশ্বাস করতেন না। কারণ কে বা কারা যেন তার নামে একটি ফেসবুক চালাতো। বারবার নিষেধ করার পরও যিনি ফেসবুক চালাতেন তাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছিলোনা। একসময় বাধ্য হয়েই ফেরদৌস নিজের নামে ফেসবুকে একটি পেজ খুলেন যার নাম রাখা হয় ‘ফেরদৌস আহমেদ’। পেজটি মাত্র কিছুদিনেই ১১ লক্ষ ফলোয়ার অতিক্রম করছেন।
তবে দু’দিন আগে ‘ভার্চুয়াল মার্কেটিং এজেন্সী’র সম্পূর্ণ সহযোগিতায় তার পেজটি ভেরিফাইড হয়েছে। এ জন্য দারুণ খুশী ফেরদৌস। ফেরদৌস বলেন,‘নানান সময়ে ফেসবুক নিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিলো। পরে একটি পেজ ব্যবহার করা শুরু করি আমি। কয়েকদিন আগে ভার্চুয়াল মার্কেটিং এজেন্সী’র সহযোগিতায় আমি ফেসবুক থেকে আমার পেজ-এর ব্লু বেজ পাই। প্রাতিষ্ঠানিকভাবে আমার পেজটিকে স্বীকৃতি দেবার জন্য ফেসবুক কর্তৃপক্ষের প্রতি এবং যারা আমাকে সহযোগিতা করেছে অর্থাৎ ভার্চুয়াল মার্কেটিং এজেন্সী’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আমার ভক্তদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে, আমার কাজকে নিয়মিত আমার পেজ-এ ফলো করছেন। এখন থেকে আমার কাজের আপডেট পাওয়া যাবে এই পেজ-এ। আশা করছি সবাই আমার পেজ’এর সাথে সম্পৃক্ত থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আগামীতে আরো ভালো ভালো কাজ দর্শককে উপহার দিকে পারি।’
উল্লেখ্য, চিত্রনায়ক ফেরদৌস’র পেজ ম্যানেজম্যান্ট-এ সার্বক্ষনিকভাবে আছে ‘ভার্চুয়াল মার্কেটিং এজেন্সী’। এদিকে লকডাউন’র পরপরই ফেরদৌস পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ সিনেমার কাজ শুরু হবার কথা ছিলো। কিন্তু তা এখনো শুরু হয়নি। শেষ হয়নি ‘জ্যাম’ সিনেমারও কাজ। এদিকে ফেরদৌস লকডাউনের দিনগুলোতে রাজধানীর বনানীতে নিজ বাসাতেই সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে।
ফেরদৌস জানান, লকডাউনের দিনগুলোতে পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা দারুণ সুযোগ পেয়েছেন তিনি। স্ত্রী, কন্যা এবং মায়ের সঙ্গে নিরিবিলি সময় কাটিয়েছেন তিনি।
প্রীতি / প্রীতি
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,