ভিকির সঙ্গে বিয়ের বিষয়টি মিথ্যা, জানালেন ক্যাটরিনা
শিগগিরই বিয়ে করতে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, এমন গুঞ্জনই চাউর হয়ে উঠে গতকাল থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি ভাইরাল হয়ে যায়। সেখানে বলা হয়, তাদের দুজনের বাগদান সম্পন্ন হয়ে গিয়েছে এবং শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।
গতকাল সকাল থেকে এই খবরেই উত্তাল নেটমাধ্যম। এমনকি তাদের বিয়েতে সালমান খান কী ভাবে ‘চান্না মেরেয়া’ গাইবেন, তা নিয়ে ইতিমধ্যে মিম তৈরি করে ফেলেছেন মিম-স্রষ্টারা। কিন্তু আদৌ কি এ খবর সত্যি?
সব জল্পনায় জল ঢেলে দিল ক্যাটরিনার টিম। তারা জানিয়ে দেয়, ক্যাটরিনা এবং ভিকির বিয়ে হচ্ছে না। পুরো বিষয়টি মিথ্যে।
বলিউডের গুঞ্জন, ক্যাটরিনা এবং ভিকির প্রথম দেখা একটা টক শোয়ে। তার পরে বেশ কিছু বার দেখা করেন তারা। ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি সিদ্ধার্থ এবং কিয়ারার ‘শেরশাহ’ ছবির প্রিমিয়ারে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। তবে ছবি শেষ হওয়ার পর একে অপরের সঙ্গে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে আসেননি তারা। ভিকি প্রথমে একা বেরিয়ে যান। এর পরে বোন ইসাবেলা কাইফের সঙ্গে বেরোন ক্যাটরিনা।
বলিউডে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ক্যাটরিনা এবং ভিকি। এ বার তাদের বিয়ের গুঞ্জন উঠলেও তা হাওয়ায় মিলিয়ে গেল।
প্রীতি / প্রীতি
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,