স্বমহিমায় ফিরলেন শিল্পা শেঠি
ডান্স বিষয়ক রিয়্যালিটি শো ‘সুপার ডান্সার চাপ্টার ফোর’-এর বিচারকের দায়িত্ব পালন করছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। মাঝে পর্নোগ্রাফি-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তারের পর এই শোয়ের বাইরে ছিলেন অভিনেত্রী। সেই বিরতি কাটিয়ে স্বমহিমায় ফিরেছেন শিল্পা।
সম্প্রতি এই শোয়ের আরেক বিচারক পরিচালক অনুরাগ বসু একটি সাক্ষাৎকারে জানান, সেটে সবাই শিল্পাকে খুব মিস করছে। এর পরই শুরু হয় জল্পনা, কবে সেটে ফিরছেন বলিউড তারকা। অবশেষে দেখা মিলল অভিনেত্রীর।
আগামী সপ্তাহে সুপার ডান্সার চাপ্টার ফোরে অমর চিত্র কথা স্পেশাল এপিসোডে আবারও বিচারকের আসনে দেখা যাবে শিল্পাকে। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে সোশ্যাল সাইটে আপলোড করা হয়েছে একটি প্রোমো। সেখানেই পুরনো মেজাজে দেখা গেছে বিচারক শিল্পাকে।
গত ১৯ জুলাই পর্নোগ্রাফি-কাণ্ডে গ্রেপ্তার হন শিল্পীর স্বামী রাজ কুন্দ্রা। তার বিরুদ্ধে পর্ন তৈরি এবং তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য শিল্পাকেও হাজিরা দিতে হয় পুলিশ স্টেশনে। রাজের সঙ্গে শিল্পাকেও কাঠগড়ায় দাঁড় করায় সোশ্যাল মিডিয়া।
এরপর থেকেই বিতর্ক এড়াতে কার্যত বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী। এই ঘটনার আগে সুপার ডান্সার চাপ্টার ফোরের বিচারক ছিলেন শিল্পা। প্রতিযোগীদের পাশাপাশি দর্শকরাও পছন্দ করতেন অভিনেত্রীকে।
কিন্তু স্বামী রাজের গ্রেপ্তারির পরই বদলে যায় পুরো চিত্র। শো থেকে ব্রেক নেন অভিনেত্রী। এবার তার প্রত্যাবর্তনে স্বভাবতই খুশি প্রতিযোগী থেকে শুরু করে তার সহবিচারক কোরিওগ্রাফার গীতা কাপুর ও পরিচালক অনুরাগ বসুরা।
প্রীতি / প্রীতি
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,