ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

স্বমহিমায় ফিরলেন শিল্পা শেঠি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ২:৬

ডান্স বিষয়ক রিয়্যালিটি শো ‘সুপার ডান্সার চাপ্টার ফোর’-এর বিচারকের দায়িত্ব পালন করছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। মাঝে পর্নোগ্রাফি-কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তারের পর এই শোয়ের বাইরে ছিলেন অভিনেত্রী। সেই বিরতি কাটিয়ে স্বমহিমায় ফিরেছেন শিল্পা।

সম্প্রতি এই শোয়ের আরেক বিচারক পরিচালক অনুরাগ বসু একটি সাক্ষাৎকারে জানান, সেটে সবাই শিল্পাকে খুব মিস করছে। এর পরই শুরু হয় জল্পনা, কবে সেটে ফিরছেন বলিউড তারকা। অবশেষে দেখা মিলল অভিনেত্রীর।

আগামী সপ্তাহে সুপার ডান্সার চাপ্টার ফোরে অমর চিত্র কথা স্পেশাল এপিসোডে আবারও বিচারকের আসনে দেখা যাবে শিল্পাকে। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে সোশ্যাল সাইটে আপলোড করা হয়েছে একটি প্রোমো। সেখানেই পুরনো মেজাজে দেখা গেছে বিচারক শিল্পাকে।

গত ১৯ জুলাই পর্নোগ্রাফি-কাণ্ডে গ্রেপ্তার হন শিল্পীর স্বামী রাজ কুন্দ্রা। তার বিরুদ্ধে পর্ন তৈরি এবং তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য শিল্পাকেও হাজিরা দিতে হয় পুলিশ স্টেশনে। রাজের সঙ্গে শিল্পাকেও কাঠগড়ায় দাঁড় করায় সোশ্যাল মিডিয়া।

এরপর থেকেই বিতর্ক এড়াতে কার্যত বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী। এই ঘটনার আগে সুপার ডান্সার চাপ্টার ফোরের বিচারক ছিলেন শিল্পা। প্রতিযোগীদের পাশাপাশি দর্শকরাও পছন্দ করতেন অভিনেত্রীকে।

কিন্তু স্বামী রাজের গ্রেপ্তারির পরই বদলে যায় পুরো চিত্র। শো থেকে ব্রেক নেন অভিনেত্রী। এবার তার প্রত্যাবর্তনে স্বভাবতই খুশি প্রতিযোগী থেকে শুরু করে তার সহবিচারক কোরিওগ্রাফার গীতা কাপুর ও পরিচালক অনুরাগ বসুরা।

প্রীতি / প্রীতি

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত

‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

পরিবারের সেই আনন্দটা মিস করি: সাবিনা ইয়াসমিন

প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি