ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

শ্রাবন্তীকে তৃতীয় স্বামীর খোঁচা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২১ বিকাল ৭:২১

তৃতীয় স্বামী রোশন সিংয়ের থেকেও আলাদা হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আইনি বিচ্ছেদের পথেও হাঁটেননি তিনি। এরই মধ্যে ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আলোচনায় শ্রাবন্তীর স্বামী। বৃহস্পতিবার গাড়িতে বসে সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন রোশন সিং। ক্যাপশনে লেখেন, ‘Better an ugly face than an ugly mind.’ অর্থাৎ ‘কুৎসিত মনের থেকে কুৎসিত চেহারা অনেক ভালো।’ এই পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, শ্রাবন্তীকে উদ্দেশ করেই এই খোঁচা দিয়েছেন রোশন। যদিও সত্যটা কেবল রোশনই জানেন।

এদিকে, সম্প্রতি দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে শ্রাবন্তী তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ইন্টারভিউ পোস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। ১০ মিলিয়নের বেশি মানুষ দেখেছে সেই ইন্টারভিউ। সেখানে কমেন্ট বক্সে বেশিরভাগ নেটিজেনই শ্রাবন্তীর প্রতি বিরূপ মন্তব্য করেছেন। অশ্লীল কথা বলতেও পিছপা হয়নি।

এ ঘটনায় মন ভেঙেছে রোশনের। একটি সাক্ষাৎকারে তিনি এ নিয়ে বলেন, ‘আমি চাই শ্রাবন্তী খুশি থাকুক। আমাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কেউ ওকে গালিগালাজ করুক, অশ্লীল কথা বলুক, সেটা আমি কখনই চাই না। ওর ইন্টারভিউয়ের কমেন্ট পড়ে রাগে মাথায় আগুন ধরে গেছে। মানুষ কী করে এতটা অমানবিক হতে পারে!’

২০১৯ সালের ১৯ এপ্রিল রোশনকে বিয়ে করেন শ্রাবন্তী। একটি বেসরকারি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজর এবং জিম প্রশিক্ষক রোশনের সঙ্গে নায়িকার পরিচয় হয়েছিল তার ভগ্নিপতির মাধ্যমে। কিছুদিন হাই-হ্যালোর পর তারা ডিনার ডেটে যেতে শুরু করেন। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। রোশনের আগে আরো দুবার বিয়ে করেন শ্রাবন্তী।

জামান / জামান

গ্লোবাল ব্র্যান্ডস বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৪ অনুষ্ঠিত

‘সালমান খান এতটা নোংরা, আগে বুঝিনি’

আমরা দেখা করাও বন্ধ করে দিয়েছি, তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে দীঘি

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?

মুখের ওপর শিক্ষকের সঙ্গে বেয়াদবি, এখন অনুতপ্ত শাহরুখ খান

‘অভিনয় আমার প্রথম প্রেম’

জীবন বদলে দেওয়ার গল্প: 'অন্ধকারে আলো'

মৃত্যুর আগে হবু বউমা আলিয়াকে নিয়ে কী বলেছিলেন ঋষি?

ডাঙ্কি-সুলতানকে পেছনে ফেলে আয়ের শীর্ষে সাইয়ারা

১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’

রাভিনার সঙ্গে গোপনে বাগদান, শিল্পার জন্য সেই সম্পর্ক ভাঙেন অক্ষয়

পরিবারের সেই আনন্দটা মিস করি: সাবিনা ইয়াসমিন

প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি