শ্রাবন্তীকে তৃতীয় স্বামীর খোঁচা
তৃতীয় স্বামী রোশন সিংয়ের থেকেও আলাদা হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আইনি বিচ্ছেদের পথেও হাঁটেননি তিনি। এরই মধ্যে ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আলোচনায় শ্রাবন্তীর স্বামী। বৃহস্পতিবার গাড়িতে বসে সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন রোশন সিং। ক্যাপশনে লেখেন, ‘Better an ugly face than an ugly mind.’ অর্থাৎ ‘কুৎসিত মনের থেকে কুৎসিত চেহারা অনেক ভালো।’ এই পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, শ্রাবন্তীকে উদ্দেশ করেই এই খোঁচা দিয়েছেন রোশন। যদিও সত্যটা কেবল রোশনই জানেন।
এদিকে, সম্প্রতি দেয়া একটি বিশেষ সাক্ষাৎকারে শ্রাবন্তী তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ইন্টারভিউ পোস্ট হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। ১০ মিলিয়নের বেশি মানুষ দেখেছে সেই ইন্টারভিউ। সেখানে কমেন্ট বক্সে বেশিরভাগ নেটিজেনই শ্রাবন্তীর প্রতি বিরূপ মন্তব্য করেছেন। অশ্লীল কথা বলতেও পিছপা হয়নি।
এ ঘটনায় মন ভেঙেছে রোশনের। একটি সাক্ষাৎকারে তিনি এ নিয়ে বলেন, ‘আমি চাই শ্রাবন্তী খুশি থাকুক। আমাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কেউ ওকে গালিগালাজ করুক, অশ্লীল কথা বলুক, সেটা আমি কখনই চাই না। ওর ইন্টারভিউয়ের কমেন্ট পড়ে রাগে মাথায় আগুন ধরে গেছে। মানুষ কী করে এতটা অমানবিক হতে পারে!’
২০১৯ সালের ১৯ এপ্রিল রোশনকে বিয়ে করেন শ্রাবন্তী। একটি বেসরকারি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজর এবং জিম প্রশিক্ষক রোশনের সঙ্গে নায়িকার পরিচয় হয়েছিল তার ভগ্নিপতির মাধ্যমে। কিছুদিন হাই-হ্যালোর পর তারা ডিনার ডেটে যেতে শুরু করেন। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। রোশনের আগে আরো দুবার বিয়ে করেন শ্রাবন্তী।
জামান / জামান
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,