ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

শ্রীলঙ্কায় ১০ দিনের লকডাউন জারি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২১ বিকাল ৭:২৬

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ১০ দিনের লকডাউন জারি করেছে শ্রীলঙ্কার সরকার। ২০ আগস্ট (শুক্রবার) রাত থেকে শুরু হবে এই লকডাউন, চলবে ৩০ আগস্ট (সোমবার) পর্যন্ত। শুক্রবার (২০ ‍আগস্ট) এক টুইটে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা।

টুইটবার্তায় তিনি বলেন, ‘আজ (২০ আগস্ট) রাত ১০ টা থেকে আগামী সোমবার (৩০ আগস্ট) পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ব্যাংক ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সবক্ষেত্রে লকডাউন কার্যকর হবে।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন জারি এবং এতে জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে শুক্রবার সন্ধ্যার পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষন দেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

করোনার অতি সংক্রামক ধরন ডেল্টার প্রভাবে গত এক মাস ধরে করোনা সংক্রমণ বাড়ছে শ্রীলঙ্কায়। বৃহস্পতিবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ হাজার ৭৯৩ জন এবং মৃতের সংখ্যা ছিল ১৮৭ জন, যা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত শ্রীলঙ্কায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের রেকর্ড। ৩ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কার প্রতিটি হাসপাতাল বর্তমানে উপচে পড়ছে করোনা রোগীদের ভিড়ে।

সংক্রমণ ঊর্ধ্বমূখী হওয়ায় ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, জিম, সুইমিং পুল, বিবাহ অনুষ্ঠান ও সঙ্গীত কনসার্ট বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। গত সোমবার থেকে রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে। কিন্তু তারপরও করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস না পাওয়ায় দেশটির স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা লকডাউন জারি করার আহ্বান জানিয়ে আসছিলেন। অবশেষে শুক্রবার তা ঘোষণা করল সরকার।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারত মহাসাগরের তীরবর্তী এই দ্বীপরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৭২ হাজার ৭৯ জন এবং মারা গেছেন মোট ৬ হাজার ৬০৬ জন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরো জানিয়েছেন, দেশের মোট প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর এক তৃতীয়াংশ ইতোমধ্যে করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন। অধিকাংশই নিয়েছেন চীনের করোনা টিকা সিনোফার্মের ডোজ।

সিনোফার্ম ছাড়া আরো যেসব করোনা টিকা শ্রীলঙ্কার সরকার অনুমোদন দিয়েছে সেগুলো হলো- ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও স্পুটনিক-৫।

জামান / জামান

আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৮৮ ফিলিস্তিনি

হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প

ফিলিস্তিনের পতন হলে ইরান, সৌদি ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট

পারমাণবিক বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া

ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন

মহাকাশে রকেট পাঠাল মাস্কের স্পেসএক্স, দাঁড়িয়ে দেখলেন ট্রাম্প

থানায় ২০০ বানরের হানা, উদ্ধারে ডাকা হলো অন্য বাহিনী

ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তুরস্ক

লুলা দা সিলভাকে হত্যার ষড়যন্ত্র, ব্রাজিলে ৪ সেনা গ্রেপ্তার

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর রাশিয়ার পরমাণু নীতি সংশোধন

ইউক্রেনের জন্য এবার মনুষ্যবিহীন মাইনের অনুমোদন দিলেন বাইডেন

এ উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না: গাজা সফরে নেতানিয়াহু