সুশান্তের নতুন ছবি চাঞ্চল্য ছড়াল নেট দুনিয়ায়
গত বুধবার (১৮ আগস্ট) হঠাৎ করেই অ্যাক্টিভ হয়ে উঠল প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ফেসবুক প্রোফাইল। শুধু অ্যাক্টিভেটই নয়, প্রোফাইল থেকে দুম করে পোস্টও হয়ে গেল সুশান্তের এক অদেখা ছবি। ব্যাপারটা কী ঘটছে তা বোঝার আগেই হই হই করে প্রোফাইলে ঝাঁপিয়ে পড়লেন সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। ঝড়ের বেগে আসতে শুরু করল ছবির নিচে মন্তব্য। সেকেন্ডের মধ্যে ওই ছবি শেয়ার হয়ে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
জানা গেছে, সুশান্ত সিং রাজপুত নিজে হাতে খুব একটা ফেসবুকিং করতেন না। বরং তার ফেসবুক দেখার জন্য রাখা হয়েছিল বিশেষ একদল ব্যক্তিকে। তারাই মূলত সুশান্তের সোশ্যাল মিডিয়ার দেখভাল করতেন। খবর অনুযায়ী, সুশান্তের ফেসবুক অ্যাকাউন্টটি যারা দেখভাল করছেন তারাই এই ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এ ঘটনায় প্রথমে নেটিজেনরা অবাক হলেও পরে অবশ্য সুশান্তের নস্টালজিয়ায় বুঁদ হয়েছিলেন তারা। আর তাই তো ছবির নিচের মন্তব্যে ভালোবাসা ভরিয়ে দিলেন সুশান্ত ভক্তরা।
জনৈক নেটিজেন তো লিখেই ফেললেন, ‘যদি এটা সত্যি হতো, তাহলে সত্যিই খুব ভালো হত। তোমাকে অনেক তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি। যেটা কখনই চাইনি। তুমি ফিরে এলে সবচেয়ে খুশি আমিই হতাম। তুমি যেখানেই থাকো ভালো থেকো।’
আবার কয়েকজন ব্যঙ্গ-বিদ্রূপ শুরু করেছেন। একজন আবার নেতাজী সুভাষচন্দ্র বসুর সঙ্গে সুশান্তের তুলনা করে তীব্র কটাক্ষ করে লিখেছেন, ‘সুভাষচন্দ্র বসু যেমন গা ঢাকা দিয়েছিলেন কিন্তু সকলে ভাবত তিনি মারা গেছেন, তেমনি আমাদের সর্বশ্রেষ্ঠ অভিনেতা, বৈজ্ঞানিক, প্রেমিক, শিবভক্ত গা ঢাকা দিয়ে রয়েছেন।’
ইতোমধ্যেই ছবিটিতে ২৬ হাজারেরও বেশি মানুষ 'রি-অ্যাক্ট' করেছেন। কমেন্ট করেছে প্রায় ৫ হাজার জন। তার ফলোয়ারদের দাবি, এই পোস্ট যেন কোনোভাবেই ডিলিট করে দেয়া না হয়। তবে এই প্রথমবার নয়, সুশান্তের মৃত্যুর পর বেশকিছু পোস্ট এই প্রোফাইল থেকে করা হয়।
২০২০ সালে ১৪ই জুন বান্দ্রার আবাসন থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তার মৃত্যুর এক বছর কেটে গেলেও এখনো পর্যন্ত জানা যায়নি অভিনেতার মৃত্যুর কারণ। সিবিআই এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে সুশান্তের মৃত্যু নিয়ে। তবে আত্মহত্যা বা খুন কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না সিবিআই। তবে গত বছরের শেষ পর্যন্তও নেটিজেনদের মধ্যে যে উন্মাদনা ছিল সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে, তার কানাকড়িও বেঁচে নেই এখন।
জামান / জামান
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,