ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

এয়ার ফোর্সের পোশাকে নজরকাড়া কঙ্গনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ১১:৫১

অ্যাকশন থ্রিলার ‘ধকড়’-এর শুটিং শেষ করেছেন সদ্যই। ছুটি নেওয়ার ফুরসত নেই বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। গত শুক্রবার পর্যন্ত তিনি ব্যস্ত ছিলেন তার আগামী ছবি ‘টিকু ওয়েডস শেরু’র প্রি প্রোডাকশনের কাজে। সে কাজ আপাতত শেষ।

কিন্তু তাতেও ফুসরত মেলেনি। শুক্রবার এক ছবির কাজ শেষ করে শনিবার আবারও শুটিং সেটে ফিরলেন কঙ্গনা। শুরু করলেন আরও একটি নতুন ছবি ‘তেজশ’-এর কাজ। এই ছবিতে ‘কুইন’ খ্যাত অভিনেত্রীকে দেখা যাবে ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলটের চরিত্রে।

শনিবার তেজসের শুটিং সেট থেকেই একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘পুরো জোশ নিয়ে আমার আগামী মিশন ‘তেজশ’-এর শুটিং শুরু করলাম। আমার টিমকে ধন্যবাদ।’ ওই ছবিতে ইন্ডিয়ান এয়ার ফোর্সের ইউনিফর্মে দেখা যায় কঙ্গনাকে। সঙ্গে রয়েছেন ‘তেজশ’-এর পরিচালক সারভেশ মেওয়ারা।

কঙ্গনা বলেন, একটি রুদ্ধশ্বাস গল্প নিয়ে তৈরি তেজশ। এই ছবির অংশ হতে পেরে আমি সম্মানিত। দেশের জন্য যে সমস্ত সাহসী মানুষেরা নিজেদের জীবন দেন, তাদের জীবন নিয়েই এই ছবি। আর্মড ফোর্স আর তার নায়কদের জীবনই সেলিব্রেট করা হবে এখানে।

গত মার্চে নিজের জন্মদিনে এই ছবির ফার্স্টলুক সামনে এনেছিলেন কঙ্গনা রানাওয়াত। এই ছবির জন্য পুরোদস্তুর ট্রেনিংও নিয়েছেন তিনি। ‘তেজশ’ ছাড়াও কঙ্গনার হাতে রয়েছে ‘থালাইভি’, ‘মনিকর্নিকা রিটার্নস’।

প্রীতি / প্রীতি