সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২২ আগস্ট) দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন।
এদিন বিমা ও মিউচ্যুয়াল ফান্ড বাদে প্রায় সব খাতের শেয়ারের দাম বাড়ার ফলে লেনদেনের প্রথম ১৫ মিনিটে (সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট।
এসময়ে ৩২টি ব্যাংকের মধ্যে ২৫টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০টির। একইভাবে বস্ত্র, প্রকৌশল এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দামও বেড়েছে।
ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে মোট ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৪টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। লেনদেন হয়েছে ২১২ কোটি ৩৩ লাখ ৬ হাজার টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৩২ পয়েন্টে অবস্থান করছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৭১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৬ কোটি ৪০ হাজার ৭৭ লাখ ৬০৩ টাকা।
প্রীতি / প্রীতি
সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি
থাইল্যান্ড থেকে কেনা হচ্ছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল
ভোক্তারা সরকারি মূল্যে এলপি গ্যাস কিনতে পারবেন, এ নিশ্চয়তা দিতে পারছি না
এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৬
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ ডিগ্রিতে, শীতে ব্যাহত জনজীবন
সঞ্চয়পত্রে মুনাফা আবারও কমেছে
টাকা তুলতে পারছেন পাঁচ ব্যাংকের আমানতকারীরা
এক বছরে সোনার দাম ভরিতে বেড়েছে ৮৮৬৩৫ টাকা
রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে
শীতের সবজির দাম কমেছে, নাগালের মধ্যে পেঁয়াজ
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটিএ : বিবিএস