এক লাখ সাবস্ক্রাইবসহ ইউটিউব চ্যানেল কিনতে চান হিরো আলম
হিরো আলম। বাংলাদেশি শোবিজের সুপরিচিত একটি মুখ। ওপার বাংলায়ও তিনি সমান জনপ্রিয়। তার ফেসবুক পেজে ভক্ত সংখ্যা অসংখ্য। তাকে নিয়ে যেমন আলোচনার শেষ নেই, তেমনি অনেকে তার সমালোচনাও করেন। তাই বলে হিরো আলমকে এড়িয়ে যাওয়া কি সম্ভব! তাকে নিয়ে তো আলোচনার শেষ নেই।
সেই ধারাবাহিকতায় এবার একটি ইউটিউব চ্যানেল কেনার ঘোষণা দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন হিরো আলম। নিজের ফেসবুকে সে কথা জানিয়ে একটি পোস্টও করেছেন তিনি।
সম্প্রতি দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমি একটি ইউটিউব চ্যানেল কিনতে চাই। এক লাখ সাবস্ক্রাইবার থাকতে হবে। যদি কেউ বিক্রয় করতে চান তাহলে যোগাযোগ করুন।’
অর্থাৎ হিরো আলম নতুনরূপে ইউটিউবে আত্মপ্রকাশ করতে চান বলে মনে করা হচ্ছে। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় বিপুলভাবে জনপ্রিয়। সেক্ষেত্রে নিজের ইউটিউব চ্যানেল প্রকাশ করে নতুনভাবে দর্শকদের মনে জায়গা করে নিতে চান।
এদিকে, হিরো আলমের আক্ষেপ, ‘অনেকে তাকে বদনাম করার চেষ্টা করেন। মনে করেন, তার সঙ্গে কাজ করলে সম্মান কমে যাবে। তিনি প্রশ্ন তোলেন, ‘হিরো আলম যাই করুক সেটা নিয়েই ট্রোল করতে হবে? শিক্ষিত কিছু মানুষ মূর্খের মতো ব্যবহার করেন বলেও উল্লেখ করেন হিরো আলম।
প্রীতি / প্রীতি
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,