আলোচিত প্রেমিক যুগল অঙ্কুশ-ঐন্দ্রিলা অসুস্থ
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন টলিউডের আলোচিত প্রেমিক যুগল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দুজনেই জ্বরে আক্রান্ত হয়েছেন। শরীরে অধিক তাপমাত্রা থাকার কারণে শুটিং বন্ধ করে বাড়ি ফিরেছেন অঙ্কুশ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে ঐন্দ্রিলা সেন বলেন, ‘খুব শরীর খারাপ। ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছেন ভাইরাস জ্বর। ওষুধ চলছে।’
প্রিয় জুটির অসুস্থতার খবরে চিন্তিত তাদের ভক্তরা। রাজা চন্দের পরের সিনেমায় আবারো একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। এ সিনেমার কাজই আপাতত বন্ধ।
দীর্ঘ ১০ বছর ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অঙ্কুশ। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। কিছুদিন আগে অঙ্কুশ জানান, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
‘ম্যাজিক’ সিনেমায় ঐন্দ্রিলার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন- পায়েল সরকার, বিদিপ্তা চক্রবর্তী, দেব শংকর হালদার প্রমুখ। গত ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি।
অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো- ‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
জামান / জামান
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,