সকল বাহিনী মাঠে নামাতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান
দেশের উদ্বুদ্ধ অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পর্যায়ের উচ্চপর্যায়ের নাগরিকদের সাথে গত কয়েকদিন ধারাবাহিক সাক্ষাৎ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই সকল বাহিনী প্রধানদের সাথেও আলাদা ভাবে বৈঠক করছেন মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নিরাপত্তা বিবেচনায় বৈঠকের সিদ্ধান্ত প্রকাশ হয়নি।
এরই মধ্যে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির নতুন সভাপতি ঢাকা স্কুল অব ইকোনমিকসের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ এবং সমিতির আরেক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক বিশিষ্ট অর্থনীতিবিদ জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত।
সাক্ষাৎকালে সমিতির সহসভাপতি জামাল উদ্দিন আহমেদছাড়াও সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. আইনুল ইসলামসহ নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপে সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে বলেছেন, চলমান ছাত্র আন্দোলনের নামে বিশৃঙ্খলা দমনে দ্রুত সকল বাহিনীর সদস্য মাঠে নামাতে হবে।
গত দুমাস আগে চলতি বছরের মে মাসের তৃতীয় সপ্তাহে বিশিষ্ট এই অর্থনীতিবিদ বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৮ মে ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অর্থনীতি সমিতির দুই দিনব্যাপী ২২তম দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিনে সমিতির ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে রূপান্তরিত হয়েছে। শিগগিরই বাংলাদেশ বিশ্বের ধনী দেশেগুলোর সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হবে। এ সবই শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন অনুকরণ করে আমরা বাংলাদেশকে উচ্চ মর্যাদাশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো।
ছাত্র আন্দোলন কোন স্বাভাবিক আন্দোলন নয় বলে মন্তব্য করেছেন তিনি। এই আন্দোলন কোন আন্তর্জাতিক চক্রের নাশকতা ছাড়া কিছুই নয়। জামাত শিবিরের সন্ত্রাসী ক্যাডারের ছত্রছায়ায় সহিংসতায় পরিপূর্ণ এই আন্দোলনের পেছনে আন্তর্জাতিক সন্ত্রাসীরা জড়িয়ে আছে বলে ধারণা করেছেন কাজী খলীকুজ্জমান আহমদ।
এখন ঘরে বসে থাকার সময় নয় উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বচ্চ কঠিন পদক্ষেপ গ্রহণ করতে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে এই আন্দোলন বলে উল্লেখ করছেন তিনি। তার মনে আন্দোলনের সামনের সারিতে কিছু নামধারী শিবিরের লোক আছে হয়তো বাকিরা দুষ্কৃতকারী।
T.A.S / এমএসএম
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে গাড়ি, প্রাণ গেল পথচারীর
হাসিনা-কামালকে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে সরকার
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু
নির্বাচনের আগে ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব
মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮
নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা
সাংবাদিক সোহেলের সঙ্গে ব্যক্তিগত বা পেশাগত কোনো সংশ্লিষ্টতা নেই
নির্বাচন সফল করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকাই বড়: সিইসি
দেশে ফিরেছেন আলী রীয়াজ
বিজয় দিবসে অস্থিরতার আশঙ্কা নেই, এবারও প্যারেড হচ্ছে না