আমি তালেবানকে সমর্থন করিনি : আশরাফ গনির ভাই
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ভাই হাশমত গনি তালেবান সমর্থক নন। তিনি কেবল তাঁদের মেনে নিয়েছেন। কারণ মেনে না নিয়ে উপায় নেই! তাঁর একটি ভিডিও এবং টুইট ঘিরে বিতর্কের মধ্যেই জানালেন হাশমত।
যে ভিডিওটির জন্য হাশমত খবরে, তাতে দেখা গিয়েছিল এক তালেবান নেতা তাঁর কপালে চুম্বন করছেন। তালেবানের সঙ্গে তাঁর এই প্রকাশ্য ঘনিষ্ঠতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ নৈতিকতার প্রসঙ্গ টেনে জানতে চেয়েছিলেন, যে তালেবদের ভয়ে আশরাফ গনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেই তালেবান নেতাদের সঙ্গে তাঁর ভাইয়ের ওঠাবসা ন্যায়সঙ্গত কি?
এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হাশমত সেই বিতর্কের জবাব দিয়েছেন। তাঁর কথায়, ‘আমি তালেবানকে মেনে নিয়েছি। ওদের সমর্থন করিনি। সমর্থন খুব জোরালো একটা শব্দ। আর তাছাড়া মেনে নেওয়া এবং সমর্থন করা বিষয় দুটিও সম্পূর্ণ আলাদা।’
আফগানিস্তানের কোটিপতি ব্যবসায়ী হাশমত। উচ্চবিত্ত সমাজের প্রতিনিধিও। বরাবরই দেশের শাসনতন্ত্রের পরিবর্তনপন্থী হাশমত সাক্ষাৎকারে জানিয়েছেন, ভাই আশরাফের মতো পালিয়ে যাননি। তার কারণ তিনি আফগানিস্তানে থেকে পরিবর্তনে সাহায্য করতে চেয়েছেন।
তিনি মনে করেন, তালেবানের ভয়ে সাধারণ মানুষের মতো ব্যবসায়ীরাও পালিয়ে গেলে দেশের অর্থনীতি ধসে পড়বে। আর তা যদি হয় তবে তা আগের জায়গায় ফিরিয়ে আনা হবে দুঃসাধ্য।
গত শনিবার বিকেলে একটি টুইটে হাশমত লিখেছিলেন, ‘তালেবানই পারে আফগানিস্তানকে কাঙ্ক্ষিত নিরাপত্তা দিতে।’
তালেবানকে সাহায্য করতে শিক্ষিত সমাজ এবং ব্যবসায়ীদের এগিয়ে আসার বার্তাও দিয়েছিলেন হাশমত। তাঁর সেই টুইট নিয়েই বিতর্ক শুরু হয়। হাশমত অবশ্য বলছেন, তিনি যা বলতে চেয়েছেন, তা অনেকেই বুঝতে পারেননি।
তাঁর ব্যাখ্যা, তালেবানের নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু শুধু নিরাপত্তা দিয়ে দেশ চলে না। তাই দেশের শাসনে তালেবানদের সাহায্য করতে এগিয়ে আসা উচিত শিক্ষিত তরুণ সমাজের।
হাশমতের মতে, পরিবর্তন মেনে নেওয়াই আফগানিস্তানের এই পরিবর্তনের একমাত্র সমাধান। দেশে থেকেই বদল আনার চেষ্টা করতে হবে। এমনকি অন্যান্য দেশকেও এই বদল মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন হাশমত।
সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভারত এখন অপেক্ষা এবং পর্যবেক্ষণের নীতি নিয়েছে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তালেবানের সঙ্গেই রাজনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে নয়াদিল্লিকে।
প্রীতি / প্রীতি
ইউক্রেনের বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৭
পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি
সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের
সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার
রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা