মাথা ব্যাথা ও মনোরোগ হোমিওপ্যাথিক চিকিৎসায় আরোগ্য হয়
মানব মস্তিক একটি আশ্চর্য সুক্ষতা সমন্বিত জটিল স্বয়ং সম্পূর্ণ অঙ্গ। মহান আল্লাহ প্রত্যেক মানুষকে বিনা মুল্যে একটি অতিগুরুত্বপূর্ন মস্তিস্ক দান করছেন। আমাদের পুরো শরীরের ভিতর-বাহির সবকিছু এই মস্তিস্ক দিয়েই পরিচালিত হয়। এই মস্তিস্ক ব্যথা নিয়ে আমাদের কষ্ট কম নয়। কারণ মাথা ব্যথা, মাথায় ভারবোধ, মাথার চুল ওঠা, টাক পড়া, খুসকি ইত্যাদি রোগ যন্ত্রনা নিয়ে আমাদেরকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। একজন হোমিওপ্যাথিক ডাক্তার সাধারণ থেকে অসাধারণ হতে পারেন। দুস্থ রোগিদের রোগ যন্ত্রনা থেকে মুক্তি দিয়ে একজন হোমিও প্যাথিক ডাক্তার পল্লি থেকে শহরের অলিতে-গলিতে হোমিওপ্যাথির আলোক দ্যূতি ছড়িয়ে দিতে পারেন।
প্রিয় পাঠকবৃন্দ, এখন আমি আপনাদের একটি জটিল মাথা ব্যথা, শরীর ব্যথা ও খিঁচুনী রোগিণীর আরোগ্য বিবরণী শোনাবো।
নাম:.........., বয়স ১৬ বছর, বাড়ী: -ফুলগাজী, পিতার মোবাইল: ০১৮১৪৯৪৮৫২১।
মাথার পিছন দিয়ে ব্যথা করে, বুকের বাম পাশেও ব্যথা করে, ব্যথা হঠাৎ আসে-যায়, ব্যথা বিভিন্ন জায়গায় হাটেঁ, খাওয়ার পর ব্যথা বৃদ্ধি পায়, ব্যথার সময় বুক ভার হয়ে যায় এবং শরীর খুব দুর্বল হয়ে পড়ে, শরীর থেকে গরম ঘাম বের হয়, হাত পা ঝিনঝিন করে, ব্যথার সময় চোখ লাল হয়ে যায়, খাদ্যের গন্ধে বমি ভাব হয়, মাথা থেকে আগুন বের হয়, ধমকানোরর পর দরজা বন্ধ করে শুয়ে থাকে, খিঁচুনী দেখা দেয়, ঘুম আসতে দেরি হয়, বুক জ্বলে, গ্যাস বের হয় না, পায়খানা নরমাল, স্বপ্নে উপর থেকে পড়ে যাওয়া, শব্দভীতি, রাগের পর মাথা ব্যথা বৃদ্ধি পায়, মাথা ঘোরায়, পিপাসা নেই, টক পছন্দ, শান্তনায় মনের কষ্ট বৃদ্ধি পায়, ঠোঁটে কামড় পড়ে, হাতে পানি জাতীয় ফোস্কা, মাসিকের সময় প্রচুর পেটে ব্যথা করে।
সেপ্টেম্বর ২০২৩ এ রোগীণীর বান্দবীর সাথে ঝগড়া হয়, সেখান থেকে তার অসুস্থতা। চিকিৎসা এ্যালোপ্যাথি ও ঝাড়ফুঁক, ইত্যাদি করে প্রায় ৪০-৫০ হাজার টাকা খরচ হয় গত ১০ মাসে ।
রোগীণী আমার ক্যানোপি হ্যোমিও ক্লিনিকে আসে গত ২৬-৬-২৪। প্রিয় হ্যোমিও বন্ধুরা, দুঃখ ও শোকের ভারে পীড়িতা অতি স্নায়ুবিক প্রকৃতির, মৃদু স¦ভাবা, অথচ সহজেই উত্তেজনাশীল, মুহূতে-মুহূর্তে বিপরীত ভাবের লক্ষণ প্রকাশ কারিণী, নি:শ্বব্দে নিভৃতে বসে দীর্ঘস্বাস ফেলছেন ও চোখের জলে ভাসছেন। ঠোঁটে-গালে কামড় পড়ে, ভাত-পানি গলায় বাঁধে, টক প্রিয়। প্রিয় হোমিও বন্দুরা, উপরের রোগী চিত্র দেখে আপনারা কী তাঁকে চিনতে পারছেন? নিশ্চয় এতক্ষণে চিনে ফেলেছেন, ইনি হচ্ছেন আমাদের অসংখ্য মনোরোগ আরোগ্যকারি হোমিও ঔষধ ‘‘ইগ্নেশিয়া’’ মহাশয়। সম্মানিত পাঠক, ‘‘ইগ্নেশিয়া’’ ঔষধকে উচিলা করে মহান আল্লাহ ১০ মাসের পুরাতন মাথা ব্যথা শরীর ব্যথা ও খাদ্যে অরুচি, খিঁচুনি সবই মাত্র ১৫ দিনে আরোগ্য লাভ করে এবং রোগিনী তার পূর্বের স্বাস্থ্যে ফিরে গিয়েছে এবং নিয়মিত পড়ালেখায় মন দিয়েছে। পরবর্তীতে রোগনীকে লক্ষণ অনুপাতে সাইলিসিয়া দিতে হয়েছিল।
ডা. জাহাঙ্গীর আলম
ডি.এইচ.এম.এস (হোমিওপ্যাথি)
বি.এইচ.বি-ঢাকা, রেজি নং-৩৪৮৯৩
ডি.এম.টি (রোগবিদ্যা), বাকাশিবো-ঢাকা,
রেজি নং-২৮২৫৮২, যোগাযোগ: ০১৮৭১-৩৪৯০৭৫
ক্যানপি হোমিও ক্লিনিক
এমএসএম / এমএসএম