ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

এন.সি.টি.বি ‘তে দূর্ণীতি

সাবেক প্রধানমন্ত্রীর চারশ’ কোটি টাকার পিয়ন ও দিপুমনির সহযোগীরা এখনো সক্রিয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২৪ বিকাল ৭:২

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)’র ইন্সপেকশন এজেন্ট ‘ইনফিনিটি’র ব্যবস্থাপনা পরিচালক সরাজুল মনির ও বই পাহারাদার সাইদুর রহমান এখনো বহাল তবিয়তে।

সাবেক প্রধানমন্ত্রীর বহুল আলোচিত চারশ’ কোটি টাকার সেই পিয়ন জাহাঙ্গীর আলমের শেল্টারে ‘এনসিটিবি’র ইন্সপেকশন এজেন্ট ‘ইনফিনিটি’র ব্যবস্থাপনা পরিচালক সরাজুল মনির অনিয়ম দুর্নীতি চালিয়ে আসেছন। আর তার এই কাজের অংশিদার সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দিপু  মনির সহযোগী সুবিধাভোগী মুদ্রণ ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা গেছে, নিম্নমানের বই সরবরাহকারী মুদ্রণ ব্যবসায়ীরা চারশত কোটি টাকার বহুল আলোচিত পিয়ন জাহাঙ্গীরের শেল্টার নিয়েছেন। আর ইনসপেকশন এজেন্ট ও ‘এনসিটিবি’র বই পাহারাদার সাইদুর এখনো বহাল তবিয়তে আছেন। শুধু তাই নয়, সিন্ডিকেটের ক্ষমতার জোড়ে মেম্বার অফ টেক্সবুক বোড পদায়ন হয়ে চক্রটি সক্রিয় রয়েছে।

সূত্র জানায়, গত দুই বছর এনসিটিবি কর্তৃক বইএর গুণগত মান যাচাই করে সারাদেশে সরবরাহ লক্ষ্যে ইন্সপেকশন এজেন্ট নিয়োগ করা হয়। আর সেই এজেন্ট সকল গুন-মান ডুবিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কে দুনীতির মহৎসবে পরিণত করা হয়েছে । আর সরকারি প্রতিষ্ঠানটির কোটি কোটি টাকা লুটপাটের অন্যতম সহযোগি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারশ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীর শেল্টার দিয়েছেন। ‘এনসিটিবি’র কর্মকর্তাসহ, ইন্সেপেকশন এজেন্টদের বিচারের আওতায় আনার জন্য মুদ্রণ ব্যবসায়ীরা দাবি করেছেন।দেশের সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যের শিকার মুদ্রণ ব্যবসায়ীরা দুর্নীতিবাজ চক্রটিকে অপসারণ করে এনসিটিবি’কে মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করতে  শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছেন।  

এছাড়া, এনসিটিবি’র মান সম্মত কাগজ ও বই এর ইন্সপেকশন এজেন্ট নিয়োগ এবং এজেন্ট কর্তৃক কাগজের মান যাচাই-বাছাইসহ পুরো প্রক্রিয়াতেই কোটি কোটি টাকার ঘাপলা রয়েছে। আর এই পুরো প্রক্রিয়ার মধ্যেই রয়েছে দুর্নীতি অনিয়মসহ বিরাট ঘাপলা। নিম্নমানের কাগজ ক্রয় ও বই মুদ্রণসহ কোটি কোটি টাকার ভাগ-বাটোয়ারাসহ সব কিছুই পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর চারশ’ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীর আলম দায়িত্ব সম্পন্ন করেছেন।  আর এই জাহাঙ্গীরের অন্যতম সহযোগি সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনি এনসিটিবি’র ধ্বংসের মূল কারিগর। তাছাড়া, ইন্সপেকশন এজেন্ট ‘ইনফিনিটি’র ব্যবস্থাপনা পরিচালক সরাজুল মনিরের দুর্নীতি অনিয়মনের সঙ্গে সুবিধাভোগী কতিপয় মুদ্রণ ব্যবসায়ীরা ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে মুদ্রণ ব্যববসায়ী জানান, সাইদুর রহমান গত ২০২২ সালের বই মুদ্রনের সময় ছিলেন উৎপাদন নিয়ন্ত্রক। পরে তিনি পদোন্নতি পেয়ে এখন সদস্য পাঠ্যপুস্তক হয়েছে। আর তিনি সাবেক প্রধানমন্ত্রীর সেই চারশ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের নেকনজন নিয়ে পুরো এনসিটিবিকে তটস্থ করে রাখতেন। অথচ তিনি এখন কিছুই জানেন না। এব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

সাবেক প্রধানমন্ত্রী পিয়ন হওয়ায়, জাহাঙ্গীর আলম এর ক্ষমতার দাপটে প্রধানমন্ত্রীর দপ্তরের সুপারিশ, দিক নির্দেশনাসহ ‘এনসিটিবি’র টাকা লুটে-পুটে খাওয়ার সিন্ডিকেটের প্রধান ছিলেন এই সাইদুর রহমান। তিনি ‘এনসিটিবি’র লুটপাটের চক্রটিকে এখনো সক্রিয় রাখছেন।

‘এনসিটিবি’র সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেন গণমাধ্যমে বলেছেন, আগে অনেকেই রাজনৈতিক ক্ষমতার জোরে অনেক কিছুই করেছেন। এখন আর সে কাজগুলো করতে চাই না। বর্তমানে টেন্ডার আহ্বান করা হয়েছে। আর এই কাজ যারা আগে করেছেন তাদেরকে সিডিউল দেওয়া হচ্ছে না।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এনসিটিবি’র টেন্ডারের সিডিউল রাতের অন্ধকারে আগের সেই সিন্ডিকেটের সদস্যদের বাসায় পৌছে দেওয়া হয়েছে। আর এ ঘটনাটির পরই পদত্যাগে বাধ্য হয়েছেন। আগামি ২০২৫ সালের বই ইন্সপেকশন এজেন্ট নিয়োগের টেন্ডার আহ্বান করা হয়েছে। আর সেই এজেন্ট নিয়োগের টেন্ডারে দূর্নীতির বরপুত্র সাইদুর, সিরাজাম মনিরের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রসেস সম্পন্নও করা হয়েছে। নাম প্রকাশে অনিুমচ্ছুক বোর্ড এর কর্মকতা ও কর্মচারি  এবং মুদ্রণ সমিতির একাধিক নেতা জানিয়েছেন, চারশ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীর এর সহযোগীরা সমস্ত টেক্সট বুক বোর্ড এর এনসিটিবি লুটপাটের স্বর্গরাজ্য মনে করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পাঠ্যপুস্তক এর সিস্টেম টাকে নষ্ট করে দিয়েছে। আর আর সাইদুর এর দিকনির্দেশনায় সরাজুল মনির ও বিল্লাল এবং বিল্লালের আপন ছোট ভাই রাফি মাহমুদ সমঝোতার মাধ্যমেই ‘এনসিটিবি’র প্রাথমিক ও  মাধ্যমিক-এর একজন করে সর্বনিম্ন দরদাতা হন। আর তাদের প্রত্যেকের দুইটি করে প্রতিষ্ঠান রয়েছে। টেন্ডারে সর্ব নিম্ন দরে কাজ পেতে আটটি প্রতিষ্ঠানের চারজন মালিক সহযোগীতা করেছেন। এই চারজনই নিম্নমানের কাগজ সরবরাহকারি মাফিয়া হিসাবে খ্যাত মুদ্রণ ব্যবাসায়ীদের কাছে বহুল পরিচিত। আর যদি তাদের সেই নিম্নমানের কাগজ সরবরাহ করতে কেউ কোন বাঁধা দিতেন, তাহলে সংশ্লিষ্ট সেই কর্মকতাকে বদলী করা হয়। 

সূত্রটি আরো জানায়, চারশ’ কোটি টাকার জাহাঙ্গীরের প্রধান সহচর সরাজুল মনির গত ২০২৪ সালে এনসিটিবি’র কাজের জন্য ‘ইনফিনিটি’ নামে একটি ইন্সপেকশন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়। আর এজেন্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে ম্যানেজ করে সেই কাজও ভাগিয়ে নেয়। গত দশ বছরের মধ্যে এই প্রথম চলতি ২০২৪ শিক্ষাবর্ষের বই সবচেয়ে খারাপ কাগজে ছাপানো হয়েছে। আগামি ২০২৫ সালে আরও  একটি করে প্রতিষ্ঠান সৃস্টি করে ১ম ও ২য় সর্বনিম্ন দরদাতা রয়েছেন বলেও জানা গেছে। এনসিটিবি এজেন্ট কাগজের মান নিয়ন্ত্রক, কোন মিল থেকে কাগজ সরবারাহ হবে, আর কত গ্রাম হবে, এসব কিছুই তার নিদেশে হবে। আবার মুদ্রকররা কেমন মুদ্রন ও বাধাই করবেন, তার সার্টিফাইড এর উপেরেই এই এজেন্ট। এনসিটিবি‘র ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি প্রনিত সকল বই এর সকল কাজ তদারকির মাধ্যমে সার্টিফাইড করা হলেই মুদ্রাকর ও সরবরাহকারীরা বিল পাবেন।

‘ইনফিনিটি’র মালিক সরাজুল মনির, ‘ইনডিপেন্ডেন্ট’ ও শেখ ট্রেডিং এর মালিক আপন দুই ভাই বিল্লাল ও রাফি মাহমুদসহ শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর এবং সাবেক ও বর্তমানে মেম্বার ট্রেক্স বুক বোড সাইদুর যৌথভাবে ক্ষমতার দাপটে এনসিটিব’র একক আধিপত্য রয়েছে। আর নামমাত্র দরপত্রে কাজ পাওয়া সকল কিছু ম্যানেজ করে লাভবান করার উৎস হচ্ছে, প্রেস মালিক ও পেপার মিল মালিকগন। তারা কাগজ পাশের সময় প্রতি টনে ২০০০ টাকা এবং বিএসটিআই টেষ্টের জন্য প্রতি লটে দুই লক্ষ টাকা না দিলে কাগজ পাশ করা হয় না। শুধু তাই নয়, তাদের নির্ধারিত মিল থেকেও কাগজ ক্রয় করলে ব্রাইটনেস, গ্রামস্ সহ কোন কিছুরই প্রয়োজন হয় না। আর এজন্য পেপার মিলের কর্তৃপক্ষও মোটা অংকের টাকা কমিশন হিসেবে দেন। পাশাপাশি মাধ্যমিকও একই সিষ্টেম রয়েছে বলে জানা গেছে। গত ২০২৩ সালের বই মাঠ থেকে এনে তদন্ত করলেই খারাপ কাগজে বই সরবারহের হোতাদের সনাক্ত করা যাবে বলে ‘এসিটিবি’র নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান অন্তবর্তীকালিন সরকারের শিক্ষা উপদেষ্টা ও সৎ কর্মকর্তাগণ ‘এনসিটিবি’র দুরাবস্থার জন্য দায়িদের আইনের আওতায় এনে দুর্নীতি অনিয়ম রোধ করতে পারেন। আর বৈষম্যবিরোধী মুদ্রণ ব্যবসায়ীরা দাবি করেছেন,লুটপাটকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিয়ে ও ইউনিসেফ নির্দেশিত মানসম্পন্ন ইন্সপেকশন এজেন্ট নিয়োগ দিয়ে এনসিটিবিকে দুর্নীতিমুক্ত করতে হবে।  অপরদিকে এনসিটিবির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক রবিউল কবীর চৌধুরীর কাছে ‘বৈষম্যবিরোধী মুদ্রণ ব্যবসায়ীরা’ গত ২৭ আগস্ট এক স্মারকলিপি দিচ্ছেন। ২০২৫ শিক্ষাবর্ষে বিনা মূল্যে বিতরণের জন্য পাঠ্যবই ছাপার প্রক্রিয়াধীন সব দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়ার দাবি জানিয়েছে ‘বৈষম্যবিরোধী মুদ্রণ ব্যবসায়ী’ নামের একটি সংগঠন। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।বৈষম্যবিরোধী মুদ্রণ ব্যবসায়ীর আহ্বায়ক দিদারুল আলমের স্বাক্ষরিত সেই স্মারকলিপিতে বলা হয়েছে, একটি অসাধু ব্যবসায়ী চক্র এনসিটিবির কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ ও উৎকোচের বিনিময়ে নিম্নমানের বই সরবরাহ করে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ও সরকারি টাকা লুটতরাজ করা হয়েছে। কাগজ পরিদর্শনে অযোগ্য প্রতিষ্ঠানকে অবৈধভাবে সুযোগ দিয়ে নিম্নমানের কাগজ দিয়ে বই মুদ্রণের সুযোগ দেওয়া হয়েছে। আর নামমাত্র কয়েকটি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করে অর্থের বিনিময়ে মওকুফ করা হয়েছে। ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে কাগজ, কালি, মুদ্রণ ও বাঁধাইয়ের গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ নির্দেশিত মানের কাজের অভিজ্ঞ ও মানসম্মত প্রতিষ্ঠানকে পরিদর্শনের কাজে নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়। যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষাক্রম বিশেষজ্ঞদের নিয়োগ করে শিক্ষাক্রম সংশোধন ও পরিমার্জনেরও স্মারকলিপিতে দাবি করা হয়েছে।

T.A.S / T.A.S

গত ১০ মাসে ঢাকায় ১৯৮ খুন : ডিএমপি

শিক্ষা ক্যাডারের প্রভাষকদের পদোন্নতির দাবিতে কর্মবিরতি

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

পুলিশের নতুন ইউনিফর্ম : ভেতরে-বাইরে মিশ্র আলোচনা

কিডনি ডায়ালাইসিসের রাসায়নিকে তৈরি হচ্ছে ‘গোলাপজল’ ও ‘কেওড়া জল’

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

শেখ হাসিনার রায় ঐতিহাসিক : অন্তর্বর্তী সরকার

রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

চ্যালেঞ্জ থাকলেও অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রস্তুত ইসি : সিইসি

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি সংক্রান্ত সাক্ষাৎ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা