ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

যেসব খাবার খেলে চুল ভালো থাকবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ১১:৪৫

অফিসে, ঘরে বা বাইরে বিভিন্ন কাজ, ব্যস্ততা, ছোটাছুটির জন্য চুলের বাড়তি যত্ন নেয়ার সুযোগ খুব কমই পাওয়া যায়। সূর্যের ক্ষতিকর রশ্মি, প্রতিদিনের ধুলোবালির কারণে চুলের ক্ষতি হয়। এজন্য নিয়মিত পরিচর্যা দরকার।

নিয়মিত তেল মাখা থেকে শুরু করে বিভিন্ন কিছু ব্যবহার, চুল পরিষ্কার করা, বিভিন্ন ধরনের তেল মালিশ করা হয়ে থাকে রুক্ষ, ডগা ফাটা চুলের যত্নে। কিন্তু, শুধু এতেই কি চুল ভালো থাকবে? বিভিন্ন কারণে চুল ঝরে বা রুক্ষ হয়ে পড়ে। এ ধরনের সমস্যা তখনই দেখা দেয় যখন পর্যাপ্ত পানীয় ও পুষ্টিকর খাদ্যের ঘাটতি পরে।

কেরাটিন নামে প্রোটিন হলো চুলের অন্যতম গুরুত্বপূ্র্ণ উপাদান। তাই সুন্দর ঘন চুল পেতে খাবারে প্রোটিন, ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর ফ্যাট সব কিছুই খাকা দরকার।

বাদাম

প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও খনিজ পাওয়া যায় বিভিন্ন ধরনের বাদামে। সুস্বাস্থ্যের জন্য প্রতিটি উপাদানই জরুরি। বায়োটিন, ভিটামিন ই থাকে কাঠবাদাম ও আখরোটে। যা চুল ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখে। মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজন পর্যাপ্ত ভিটামিন ই। চুলের পুষ্টি জোগাতে ও প্রদাহ কমাতে ফ্যাটি অ্যাসিড ভালো ভূমিকা রাখে।

মাছ ও ডিম

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ও বায়োটিন পাওয়া যায়। প্রোটিন সমৃদ্ধ খাবার চুল ভালো রাখতে সহায়তা করে। এ ছাড়া, মাছেও ভালো মানের প্রোটিন বিদ্যমান। তাছাড়া পমফ্রেট, কাতলা, ইলিশ মাছগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ডিম ও মাছে ফসফরাস, জ়িঙ্ক থাকে যা চুল ভালো রাখতে জরুরি।

পালংশাক

পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। চুলের ফলিকলে অক্সিজেন সরবরাহে আয়রন দরকার। এই শাকে ভিটামিন এ এবং সি পাওয়া যায়। ভিটামিন সি ত্বক ও চুলের জন্য কার্যকরী। এ ভিটামিন দুটি মাথার ত্বকে সিবাম উৎপাদনে সাহায্য করে। মাথার ত্বক থেকে সিবাম নিঃসৃত হয়, যা চুলকে আর্দ্র রাখতে ও ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে।

এ ছাড়াও আমলকি, মিষ্টি আলু, বিভিন্ন রকমের ফল, বীজ ইত্যাদি চুল ও মাথার ত্বকের জন্য উপকারী।

T.A.S / জামান

দেশের প্রথম ও একমাত্র "কিমা বিরিয়ানী" নিয়ে এল বিখ্যাত খলিলের বিফ হোটেল

শীতের সকালে উষ্ণতা জোগাবে যেসব পানীয়

শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

মুঘল ঘরানার শাহী খাবার নিয়ে কাচ্চি বন্ধু রেস্টুরেন্ট এখন ঢাকার খিলগাঁও তিলপাপাড়ায়

মুঘল ঘরানার শাহী খাবার নিয়ে কাচ্চি বন্ধু রেস্টুরেন্ট এখন ঢাকার খিলগাঁও তিলপাপাড়ায়

যে চা পানে ইমিউনিটি বাড়বে, সারবে সর্দি-কাশি

মুখরোচক বিয়ের খাবারে দুর্দান্ত থাইচি রেস্টুরেন্ট এন্ড ক্যাফে

চা গরম করে খেলে কী হয়?

অ্যালার্জির সমস্যা কমাতে যেসব খাবার বেশ কার্যকরী

জেনে নিন রয়্যাল এনফিল্ড বাইকের মডেল ও ফিচার

চুল বাড়াতে যেভাবে লবঙ্গ ব্যবহার করবেন

ঠান্ডার সমস্যা দূর করার ঘরোয়া উপায়

চূল লম্বা করবে আখরোটের তেল