ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

দীর্ঘ ৯ মাসেও অপারেটরদের সাথে চুক্তি চূড়ান্ত করতে পারেনি কুবি প্রশাসন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ১১:৫৮

স্বল্পমূল্যে শিক্ষার্থীদের কাছে ইন্টারনেট প্যাকেজ পৌঁছে দিতে গত বছরের নভেম্বর মাসে দুটি মোবাইল অপারেটরের মধ্যে একটি বেছে নেয়ার কথা গণমাধ্যমে বলেছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। কিন্তু প্রায় ৯ মাসেও অপারেটরের সাথে চুক্তি সারতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

স্বল্পমূল্যে শিক্ষার্থীদের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার ব্যাপারে অপারেটরদের সাথে সমন্বয় করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। তার কাছে অপারেটরদের সাথে চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মোবাইল অপারেটরদের বেশ কয়েকবার মিটিং হয়েছে। সবকিছু চূড়ান্ত করে আমি রেজিস্ট্রার দপ্তরে ফাইল পাঠিয়েছি। যতটুকু মনে আছে, গ্রামীণফোনে মাসে ২০০ টাকায় ২০ জিবি ইন্টারনেটের একটি প্যাকেজ চূড়ান্ত হয়েছিল। বাকিটুকু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা গ্রামীনফোনকে সিলেক্ট করেছিলাম। গত বুধবার গ্রামীণফোনের প্রতিনিধিদের সাথে কথা হয়েছে। আগামী সোম-মঙ্গলবারের মধ্যে আমরা এ বিষয়টি চূড়ান্ত করতে পারব।

তিনি আরো বলেন, গত ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১ সেপ্টেম্বর থেকে  অগ্রাধিকার ভিত্তিতে সশরীরে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে। তারা এর আগে সুলভ মূল্যের ইন্টারনেটের জন্য স্মারকলিপি দিয়েছিল। কিন্তু বর্তমানে তারা সশরীরে পরীক্ষার ব্যাপারেই জোর দিচ্ছে। তবে আমাদের যেহেতু সিদ্ধান্ত হয়েছিল। সেটা আমরা চূড়ান্ত করার চেষ্টা করব।

উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা দ্রুত  নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বরাবর স্মারকলিপি জমা দেন। সে স্মারকলিপিতে যেকোন সিম কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে স্বল্পমূল্যে ইন্টারনেটের ব্যবস্থা করার দাবিও ছিল।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের কাছে সুলভ মূল্যে ইন্টারনেট প্যাকেজের ব্যাপারটি জানতে চাওয়া হলে তিনি বলেন, যেটুকু জেনেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন রবি ও গ্রামীণফোনের সাথে বসেছিল। এরপর আর আমাদের কিছু জানায়নি। করোনার সংক্রমণ বাড়ছে, পদক্ষেপ নিচ্ছি এসব বলে সময় পার করেছে প্রশাসন।

এখনো চুক্তি চূড়ান্ত না হওয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন- এমন প্রশ্নে তিনি বলেন, এটা প্রশাসনের ব্যর্থতা। অনেক অসচ্ছবল শিক্ষার্থী ডাটা না থাকার কারনে ক্লাস করতে পারছে না। এই প্যাকেজটা যদি আগে দেয়া হতো তাহলে তাদের জন্য উপকার হতো।

সামনে এ বিষয় নিয়ে প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ যাবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সশরীরে ধাপে ধাপে পরীক্ষা নেয়ার জন্য আমরা ২৩ তারিখ স্মারকলিপি দিয়েছি প্রশাসন বরারব। তাই আর এই বিষয়টা নিয়ে আগাচ্ছি না।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ স্বল্পমূল্যে ডাটা প্যাকেজের না পাওয়ার ব্যাপারে বলেন, প্যাকেজটি দ্রুত পেলে ভালো হতো। বিদ্যুৎ চলে গেলে ওয়াইফাই কাজ করে না। ডাটা প্যাকেজটি পেলে বিদ্যুৎ নিয়ে আর চিন্তা করতে হতো না।

এমএসএম / জামান

বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে ১০ হাজার ডিম বিতরণ

আলোর মেলা গণ বিশ্ববিদ্যালয়ে: দীপাবলির রাতে প্রদীপের গল্প

২৫ সেপ্টেম্বর থেকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা-মাহির

জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলনে গোবিপ্রবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

২০ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: অর্জন, সংকট ও নতুন স্বপ্নে একুশে পদার্পণ

রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের