ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নারী ও শিশুর সুরক্ষায় সরকার তৎপর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২৪ বিকাল ৫:৩৯

পানিতে ডুবে অপমৃত্যু রোধে কাজ করা সকল বেসরকারি-আধাসরকারি এবং অন্য অংশীজনদের পাশে থাকবে সরকার বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান। তিনি বলেন, সরকার সব সয়ম নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতে তৎপর। এজন্য নিয়মিতই বিভিন্ন প্রকল্প, কর্মসূচি এবং ক্যাম্পেইনের আয়োজন করে। পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং অন্য অংশীজনদের সাথে সমন্বয় সভা আয়োজনের জন্য সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-কে অভিনন্দন এবং সাধুবাদ জানান তিনি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংশোধিত প্রস্তাবে নতুন আরো কিছু যুক্ত করা যায় কিনা তা ভেবে দেখার জন্য উপস্থিত স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানান। 

সিরডাপ মিলনায়তনে বেলা ১১টায় শুরু হওয়া এ আয়োজনে একজন মা, তার পুত্র হারানোর কথা তুলে ধরেন। চাঁদপুরের মতলবের কর্মজীবী নারী নুরুন্নাহার। ৫ বছরের শিশু সন্তান মাহিকে রেখে কাজে গিয়েছিলেন। মাহির সাথে ছিলেন তার বাবা। দুপুরের দিকে খবর পান মাহি আর নেই। বাসায় ফিরে শুনতে পান আড়াইটার দিকে বাড়ির পাশের পুকুরে মাহিকে ভাসমান অবস্থায় দেখেন প্রতিবেশীরা। তারাই মাহিকে পুকুর থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেই থেকে তার মতো আর কোনো মায়ের কোল যেন এভাবে শূন্য না হয় সেজন্য সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের একজন কমিউনিটি লিডার হিসেবে কাজ করছেন মাহির মা নুরুন্নাহার।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে সিআইপিআরব‘র নির্বাহী পরিচালক প্রফেসর ড. একেএম ফজলুর রহমান সকলকে স্বাগত জানান। এ সময় তিনি সিআইপিআর‘র বিভিন্ন কার‌্যক্রম, উদ্যোগ এবং সফলতার কথা তুলে ধরেন। প্রতিদিন অন্তত ৩০ জন শিশু পানিতে ডুবে মারা যায় বলে জানান তিনি। এখন পর্যন্ত ১৬ জেলার ৪৫ উপজেলায় প্রায় ৩ লাখ ২৭ হাজার শিশুকে সাাঁতার শেখানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইপিআরব’র উপ-নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান। তিনি বলেন, ২০১৩ সালের শিশু আইন হওয়ার পর শিশুর সেফটি, ডেভলপমেন্ট, প্রটেকশন এবং শিশুর সার্ভাইভাল নিয়ে সারাদেশে কাজ করা হচ্ছে। তাদের গবেষণা মতে বছরে প্রায় ১৯ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এদের বেশিরভাগের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে এবং সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে এই মৃত্যুর হার সবচেয়ে বেশি বলে গবেষণায় পাওয়া গেছে বলে জানান ড. আমিনুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিন ইউনিসেফের প্রতিনিধি বলেন, ২০০৬ সাল থেকে শিশুদের নিয়ে কাজ করছেন তারা। পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে ৬ লাখ শিশুকে সাঁতার শেখানো হয়েছে। এই কাজ চলছে দেশের ২৫ জেলা এবং ১২ সিটি কর্পোরেশনে বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিনিধি জানান, তারা সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এ কর্মসূচির সাথে যুক্ত আছেন। 

সিআইপিআরবি’র উদ্যোগ এবং বাংলাদেশ শিশু একাডেমি ও সিনারগোস বাংলাদেশের সহযোগিতায় ‘‘শিশু অধিকার সপ্তাহ২০২৪- পানিতে ডোবা প্রতিরোধ হোক প্রতিটি শিশুর অধিকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং আইসিবিসির প্রকল্প পরিচালক ফেরদৌসী বেগমসহ অন্য অংশীজনেরা উপস্থিত ছিলেন।

জামান / জামান

৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে : র‍্যাব মহাপরিচালক

নতুন তিন থানার অনুমোদন

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ প্রধান উপদেষ্টার

দুই বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ডিএনসিসির

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা

নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা, যান চলাচল শুরু

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক

শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়