ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সশরীরেই হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ৩০-৮-২০২১ রাত ১২:২১
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষা সশরীরে নেয়ার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবাসিক হলসমূহ বন্ধ রেখে এই বিশ্ববিদ্যালয়ে আগামী ১ সেপ্টেম্বর (বুধবার) থেকে সশরীরে পরীক্ষা শুরু হবে। জাককানইবি উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৩৬তম জরুরি একাডেমিক কাউন্সিলের সভা থেকে এ সিদ্ধান্ত আসার কথা নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।
 
প্রক্টর বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সশরীরে পরীক্ষার ব্যাপারে অনুমোদন হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা শুরু হবে। বিভাগগুলো প্রথমে স্থগিত হওয়া পরীক্ষা শুরু করবে, পর্যায়ক্রমে সব পরীক্ষা নেবে। পরীক্ষার রুটিনের ব্যাপারে ইতোমধ্যে স্ব-স্ব বিভাগ কাজ শুরু করেছে। তারা চাইলে যে কোনো সময় পরীক্ষা নিতে পারবে।
 
এর আগে অনলাইনে পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সশরীরে পরীক্ষার দাবি তোলেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রক্টর বলেন, আমরা দেখেছি অধিকাংশ শিক্ষার্থী সশরীরে পরীক্ষার পক্ষে ছিল।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান বলেন, বলেছিলাম পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের হতাশ করব না। দিন শেষে সেটি পেরেছি। আর তা শিক্ষার্থীদের জন্যেই সম্ভব হয়েছে। আমি নম্র মানুষ। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যা হয়েছে আমার সঙ্গে তা অন্য কেউ থাকলে বরদাস্ত করত না। আমার সহকর্মী শিক্ষকরা আমাকে সহযোগিতা করেছেন। আর কেউ কেউ তো অন্যরকম থাকবেই। আমি সঠিক থাকলে পেরে উঠবে না। যৌক্তিক দাবি শিক্ষার্থীদের সেটি পূরণ হয়েছে। আমার প্রশাসন এখন এটি বাস্তবায়নে কাজ করবে।
 
তথ্যমতে, গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা সশরীরে ও অনলাইনে গ্রহণের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা দেন। সেই মোতাবেক পরীক্ষার বিষয়ে বুধবার (২৫ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একাডেমিক কাউয়সিলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সশরীরে পরীক্ষার ব্যাপারে অনুমোদন হয়।

এমএসএম / জামান

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত