ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ৩:২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূচকের উত্থানে লেনদেন শেষ হলেও মিশ্র প্রবণতা দেখা গেছে সিএসইতে। আবার লেনদেন ডিএসইর বাড়লে কমেছে সিএসইর। তবে বেড়েছে উভয় পুঁজিবাজারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ২৮৭ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকা।

ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছিল এক হাজার ৯০৩ কোটি ৫২ লাখ ৫৯ হাজার টাকা।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ৩৬১ টাকা। যা আগের দিনের তুলনায় ৩১ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩০০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪২টির। কমেছে ১১৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক কিছুটা বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৫ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৪৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৫১৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক কিছুটা বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯১ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৬ পয়েন্টে।

প্রীতি / প্রীতি

চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়বে ৪১ শতাংশ, বৈঠকে বসছে নৌ মন্ত্রণালয়

ইলিশের দেখা মিললেও দামে হাত পোড়ার জোগাড়

৮০ টাকার নিচে নামছেই না সবজি

এক মোটরসাইকেলে ৪ জন, প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩

পেঁয়াজের ঝাঁজে পুড়ছে ক্রেতার পকেট, খুচরায় কমেনি দাম

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজারের বেশি

জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা: ফাওজুল কবির

বাজারে ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনও সবজি নেই

প্রথম ১০ দিনে ১ লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

চাপে ভারতের অর্থনীতি, বাণিজ্য ঘাটতির রেকর্ড

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১০৫ কোটি ডলার

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা