সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূচকের উত্থানে লেনদেন শেষ হলেও মিশ্র প্রবণতা দেখা গেছে সিএসইতে। আবার লেনদেন ডিএসইর বাড়লে কমেছে সিএসইর। তবে বেড়েছে উভয় পুঁজিবাজারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ২৮৭ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকা।
ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছিল এক হাজার ৯০৩ কোটি ৫২ লাখ ৫৯ হাজার টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ৩৬১ টাকা। যা আগের দিনের তুলনায় ৩১ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ৩০০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪২টির। কমেছে ১১৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক কিছুটা বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৯৫ পয়েন্টে।
অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৪৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৫১৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক কিছুটা বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯১ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৬ পয়েন্টে।
প্রীতি / প্রীতি
শীতের সবজির দাম কমেছে, নাগালের মধ্যে পেঁয়াজ
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটিএ : বিবিএস
রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার
সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল দুই লাখ ১৮ হাজার
২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর
সোনার দাম বেড়ে ভরি ছাড়াল দুই লাখ ১৭ হাজার
টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর
জেদ্দায় উদ্বোধন হলো 'মেইড ইন বাংলাদেশ' একক এক্সপো- ২০২৫
আমদানির পরও পেঁয়াজে স্বস্তি নেই, নাগালে নতুন আলু
আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫ সফলভাবে সম্পন্ন
এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা
এক সপ্তাহে ব্রয়লারের দাম বাড়ল ২০ টাকা, মাঝারি ইলিশ ১৫০০