ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫ সফলভাবে সম্পন্ন


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২৫ দুপুর ১১:১৬

সৌদি আরবের বাণিজ্য নগরী জেদ্দায় সফলভাবে শেষ হলো আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫, ৩ থেকে ৫ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত তিন দিনব্যাপী মেলায় বিশ্বের ১৬টি দেশ অংশগ্রহণ করে। এই প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। মেলার উদ্বোধন করেন জেদ্দার গভর্নর প্রিন্স সউদ বিন আবদুল্লাহ বিন জলাওয়ি। 
এক্সপোতে বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান ঘরের বাজার, গ্লোব সফট ড্রিংক্স লিমিটেড, আগ্রো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস লিমিটেড, ছোয়া ফ্রোজেন ফুডস লিমিটেড, গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।  বাংলাদেশ প্যাভিলিয়নে ফ্রোজেন ফুড, রেডি-টু-কুক মাছজাত পণ্য, সফট ড্রিংক্স, মসলা ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রদর্শন করা হয়, যা সৌদি ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ সৃষ্টি করে। 
মেলার বিভিন্ন বি-টু-বি বৈঠকে সৌদি আমদানিকারকদের মধ্যে বিশেষ করে বাংলাদেশি ফ্রোজেন ফিশ, প্রসেসড ফুড এবং সফট ড্রিংক্স-এর প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায়। এতে ভবিষ্যতে রপ্তানির নতুন বাজার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। 
কনসাল জেনারেল জনাব মোঃ সাখাওয়াৎ হোসেন বলেন— “কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রক্রিয়াজাত শিল্পে বাংলাদেশের সম্ভাবনা অপরিসীম। এই মেলার মাধ্যমে আমরা সেই সক্ষমতাকে বৈশ্বিক বাজারে তুলে ধরতে পেরেছি।" কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবার সঞ্চালনায় জেদ্দা কন্স্যুলেট Bangladesh–Saudi Arabia Agrofood Partnership: Expanding Horizons for Trade and Investment শীর্ষক এক সেমিনার আয়োজন করে। সেমিনারে অংশ নেন সৌদি ব্যবসায়ী, প্রবাসী উদ্যোক্তা, পরিবেশক এবং বাংলাদেশি রপ্তানিকারকগণ। 
আলোচকগণ বলেন, বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াজাত শিল্প আন্তর্জাতিক মানে দ্রুত উন্নত হচ্ছে এবং সৌদি বাজার সেই অগ্রযাত্রার জন্য উপযুক্ত অংশীদার হতে পারে।
অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫-এ বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতা এবং খাদ্যপণ্য রপ্তানির নতুন পথ খুলে দেবে। এই এক্সপো বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কৃষিপণ্য বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Aminur / Aminur

আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫ সফলভাবে সম্পন্ন

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

এক সপ্তাহে ব্রয়লারের দাম বাড়ল ২০ টাকা, মাঝারি ইলিশ ১৫০০

ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে

বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম

স্বল্প ব্যয়ে ন্যানোকণা তৈরিতে ড. আব্দুল আজিজের যুগান্তকারী উদ্ভাবন

নির্বাচনে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা

Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা

কমেনি পেঁয়াজের দাম, সরবরাহ বাড়ছে শীতের সবজির

ব্যবসায় প্রবৃদ্ধি, তবুও ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি

১৬৪ টাকায় সয়াবিন তেল ও ৯৪ টাকায় চিনি কিনবে সরকার

নতুন পে-স্কেলের ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে বর্তমান সরকার