জাককানইবিতে বন্ধ ক্যাম্পাসে বিদ্যুৎ বিল ৩৪ লাখ টাকা

বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার ১৮ মাস পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি)। করোনাকালীন সকল বিভাগের দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি বন্ধ একাডেমিক (ক্লাস-পরীক্ষা), আবাসিক হল, লাইব্রেরি, প্রশাসনিক অধিকাংশ দপ্তর বন্ধ, অল্প কিছু দপ্তরে স্বল্প সময়ের জন্য কার্যক্রম চলে। ক্যাম্পাস বন্ধ থাকায় খুবই অল্পসংখ্যক শিক্ষক রয়েছেন ক্যাম্পাসের ডরমিটরিগুলোতে।
বিশ্ববিদ্যালয় বন্ধ, তারপরও ৩৪ লাখ টাকা বিদ্যুৎ বিল বাবদ খরচ দেখানো হয়েছে ২০২০-২১ অর্থবছরে, যেখানে ক্যাম্পাস সচল অবস্থায়
২০১৮-১৯ অর্থবছরে বিদ্যুৎ বিল ছিল ৩৫ লাখ ১৮ হাজার টাকা। আর ২০১৯-২০ অর্থবছরের বিদ্যুৎ বিল ছিল ৩৫ লাখ ৫১ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, দীর্ঘ সময় বন্ধের মধ্যে বিদ্যুৎ বিল বাবদ বিপুল অংকের এ খরচ দেখে হতবাক অনেকেই। অতিরিক্ত বিলের মাধ্যমে টাকা আত্মসাৎ করছে বলে মত অনেকের। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার প্রেক্ষাপটে বিদ্যুৎ বিল বাবদ বিপুল অংকের অর্থ খরচ সঙ্গতিপূর্ণ নয়। আবার অনেকের মত, মিটার না দেখেই বিল তৈরি করছে বিদ্যুৎ অফিস। আর বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের দায়িত্বে থাকা কেউ এ বিষয়ে তদারকি করে না। অনিয়ম না হলে সচল থাকা অবস্থায় ক্যাম্পাসের যে বিদ্যুৎ আসত প্রায় সমপরিমাণ বিদ্যুৎ বিল এটা কখনই যুক্তিসঙ্গত নয়। কিছু একটা গাফলা রয়েছে বলে জানান অনেকে। এটা সরকারি অর্থের অপচয়, যা এড়াতে পারে না সংশ্লিষ্ট দপ্তর ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির বলেন, এখন কেবল আবাসিক হল, বিভাগের ক্লাস-পরীক্ষাগুলো বন্ধ, নয়তো সব চালু; সেহেতু বিদ্যুৎ বিল এমনটা আসতেই পারে। সচল ক্যাম্পাসের বিদ্যুৎ বিল আর বন্ধ ক্যাম্পাসের বিদ্যুৎ প্রায় সমপরিমাণ কেন- এ প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু এই সকল বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রকৌশলী দপ্তর বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে।
অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামের সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টার পরেও ফোন রিসিভ করেননি। একপর্যায়ে ফোন বন্ধ করে দেন।
তারপর নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসাইনের সাথে কথা বললে তিনি বলেন, বিদ্যুৎ বিলের বিষয়ে আমরা বলতে পারব না। যারা বিদ্যুৎ মিটার দেখে বিল তৈরি করে তারা বলতে পারবে অতিরিক্ত বিল কেন। আর আমরা প্রতি মাসে বিলে পে করে থাকি। একত্রে এক বছরের বিল কত আমাদের দপ্তর জানে না।
Bangladesh power Development Board (BPDB) ত্রিশাল ব্রাঞ্চের বিদ্যুৎ প্রকৌশলীকে অনেক ফোনের পর যোগাযোগ মিলে ফারুক হোসেন সাথে। তিনি বলেন, আমি কয়েক দিন যাবৎ অসুস্থ তাই ফোন রিসিভ করতে পারিনি। বিদ্যুৎ বিলের বিষয়ে আমি কিছু জানি না, যারা বিদ্যুৎ বিল তৈরি করে তাদের জিজ্ঞাসা করতে পারেন।
এমএসএম / জামান

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া
