দক্ষ জনশক্তি তৈরীতে একসাথে কাজ করবে ইউএনডিপি ও ইউএপি
শিক্ষার্থীদের ভবিষ্যৎ অর্থনৈতিক সুযোগের জন্য প্রস্তুত করতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ইউএনডিপি বাংলাদেশ এবং গ্রামীণফোন লিমিটেডের যৌথ উদ্যোগে ‘ফিউচারনেশন’ শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে ৩০ অক্টোবর ২০২৪ এমপ্লয়বিলিটি মাস্টারক্লাস এবং স্কলারশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএনডিপি ফিউচারনেশন প্রোগ্রামের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায় ও ইউএপি ট্রাস্টিজের সদস্য আলমজেব ফরজাদ আহমেদ। মাস্টারক্লাসটি পরিচালনা করেন গ্রামীণফোনের কমিউনিকেশনের প্রধান শরফুদ্দিন আহমেদ চৌধুরী, যেখানে প্রায় ২৮০ জন শিক্ষার্থী অংশ নেন।
এছাড়াও অনুষ্ঠানে ২০০ ছাত্রকে ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ এবং ৮০ জন ছাত্র ফ্রন্টিয়ার টেক স্কলারশিপ প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে স্থপতি মাহবুবা হক বলেন, ফিউচারনেশন এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের এই অংশীদারিত্ব কেবল শিক্ষাগত অভিজ্ঞতাই বাড়াবে না বরং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগকর্তারা যে দক্ষতার সন্ধান করছেন তার সাথে এটিকে একত্রিত করবে। এছাড়াও, তিনি শিক্ষার্থীদের তাদের দক্ষতা বিকাশের মাধ্যমে এবং ফিউচারেশন যে সুযোগগুলি দেয় তা কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান ব্যাপক কর্মসংস্থান প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন, যা একাডেমিক জ্ঞান এবং কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারে। তিনি ইউএপির স্নাতকদেরও প্রশংসা করে বলেন, তরিি নিজেদের প্রমাণ করে চলেছেন, যা তাদের কর্মজীবনে প্রতিফলিত।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক স্থপতি জিয়াউল ইসলাম, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি