দক্ষ জনশক্তি তৈরীতে একসাথে কাজ করবে ইউএনডিপি ও ইউএপি
শিক্ষার্থীদের ভবিষ্যৎ অর্থনৈতিক সুযোগের জন্য প্রস্তুত করতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ইউএনডিপি বাংলাদেশ এবং গ্রামীণফোন লিমিটেডের যৌথ উদ্যোগে ‘ফিউচারনেশন’ শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে ৩০ অক্টোবর ২০২৪ এমপ্লয়বিলিটি মাস্টারক্লাস এবং স্কলারশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএনডিপি ফিউচারনেশন প্রোগ্রামের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায় ও ইউএপি ট্রাস্টিজের সদস্য আলমজেব ফরজাদ আহমেদ। মাস্টারক্লাসটি পরিচালনা করেন গ্রামীণফোনের কমিউনিকেশনের প্রধান শরফুদ্দিন আহমেদ চৌধুরী, যেখানে প্রায় ২৮০ জন শিক্ষার্থী অংশ নেন।
এছাড়াও অনুষ্ঠানে ২০০ ছাত্রকে ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ এবং ৮০ জন ছাত্র ফ্রন্টিয়ার টেক স্কলারশিপ প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে স্থপতি মাহবুবা হক বলেন, ফিউচারনেশন এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের এই অংশীদারিত্ব কেবল শিক্ষাগত অভিজ্ঞতাই বাড়াবে না বরং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগকর্তারা যে দক্ষতার সন্ধান করছেন তার সাথে এটিকে একত্রিত করবে। এছাড়াও, তিনি শিক্ষার্থীদের তাদের দক্ষতা বিকাশের মাধ্যমে এবং ফিউচারেশন যে সুযোগগুলি দেয় তা কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান ব্যাপক কর্মসংস্থান প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন, যা একাডেমিক জ্ঞান এবং কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারে। তিনি ইউএপির স্নাতকদেরও প্রশংসা করে বলেন, তরিি নিজেদের প্রমাণ করে চলেছেন, যা তাদের কর্মজীবনে প্রতিফলিত।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক স্থপতি জিয়াউল ইসলাম, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বড়লেখায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবি ছাত্রদল নেতার খাবার বিতরণ
জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির
জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই
প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ
জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা
জকসুর ভোটগ্রহণ শুরু
নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা