ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কুবিতে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ২:১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদ (মিজান-নাসির) উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৩টায় সংগঠনের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির হুসেইনের সঞ্চালনায় অনলাইন প্লাটফর্ম জুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের (মিজান-নাসির) সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসিম খান।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক আ খ ম ফারুক বলেন, কিছু লোক আমাদের বিভ্রান্ত করার জন্য বলে, 'কতিপয় বিপথগামী সেনা সদস্য'। তাহলে সেদিন সুপথগামীরা কোথায় ছিল? তিনি আরো বলেন, আমরা ১৫ আগস্টের অন্তরালে কাহিনীগুলো জানতে চাই। আমাদের জানা দরকার। কারণ, একটা ইতিহাস এতকাল ধরে আমাদের য‍া শেখানো হয়েছে, সেই ইতিহাসের মধ্যে যে কথাগুলো নেই,  সেগুলোকে ছাপিয়ে সত্য ইতিহাসটা উঠে আসুক। আমরা এই কথাগুলো স্পষ্ট করতে চাই, আগামী প্রজন্ম জানুক সত্য ইতিহাসটা কী।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান ড. মো. সেলিম উদ্দীন এবং বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, স্বাচিপের সদস্য ড. শেখ আব্দুল্লাহ আল মামুন।

আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক

আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হচ্ছি: ড. সলিমুল্লাহ খান

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

পোষ্য কোটার দাবিতে এবার কর্মবিরতিতে রাবির শিক্ষক-কর্মকর্তারা