ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শক্ত অবস্থানে গণঅধিকার পরিষদ

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নূর


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ১৮-১১-২০২৪ দুপুর ২:২০

 বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দেশের ৬৪ জেলার গুরুত্বপূর্ণ নাগরিকদের সাথে আলাপ করছে দৈনিক সকালের সময়। আলাপকালে দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে মতামত পাওয়া যায়। প্রায় দুই যুগ ক্ষমতার বাইরে থাকা অপর এক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চলমান কর্মকাণ্ডের বর্ননা দিয়ে বলেন এখন দেখা যায় সারাদেশে শক্ত অবস্থানে আছে গণঅধিকার পরিষদ। তারা বলেন বর্তমান বিজয় তরুণদের হাত ধরে এসেছে তাই তরুণদের মধ্যেই একজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হোক। উদাহরণ দিয়ে তারা বলেন, ভিপি নূর হলে মন্দ হয় না।

৫৩ ভাগ মানুষ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নূরুল হক নূরের নাম উচ্চারণ করছেন। ২৯ ভাগ মানুষ জিয়াউর রহমানের রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় চেয়েছে। ১১ ভাগ মানুষ জামায়াত ইসলামের পক্ষে সমর্থন দিয়ে তাদেরকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়। বাকি ৭ শতাংশ মানুষ বলছে বর্তমানে দেশে কিছু রাজনৈতিক নেতা কর্মীরা যেভাবে অরাজকতা করে চারদিকে দখলবাজি চাঁদাবাজি যেভাবে চলছে তাতে শেখ হাসিনা সরকারের আমলেই ভালো ছিলো।

নূরুল হক নূরের রাজনৈতিক মিটিং মিছিলে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন শ্রেণির লোকদের অংশগ্রহণ দেখা যাচ্ছে। রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে প্রতিদিন শতো শতো লোকে ভীড় জমতে দেখা যায়। কেন্দ্রীয় কার্যালয়ে ৬৪ জেলা থেকে আসা ছাত্র যুবক ছাড়াও শিক্ষক চিকিৎসক প্রকৌশলী রাজনীতিবিদ ব্যাবসায়ী কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছেন দলটির সভাপতি সাবেক ছাত্র নেতা নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। আওয়ামী লীগ সরকার পতনের পরের মাস সেপ্টেম্বরের ২ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ। দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে; তাদের নিবন্ধন নম্বর ৫১। নিবন্ধন পাওয়ার পরে গত একসপ্তাহে সারাদেশের শিক্ষকের সাংবাদিক বুদ্ধিজীবী গবেষক লেখক সাংস্কৃতিক কর্মী কৃষক শ্রমিক চাকুরিজীবী প্রবাসী এনজিও প্রতিনিধিসহ নানান শ্রেণির মানুষের সাথে কথা বলে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। মন্তব্যকারিদের অনেকেই বলছেন মানুষ হত্যা বন্ধ হোক। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের নিঃশ্বাস নেবার অধিকার থাকুক। রাজনীতির জন্য কেউ বলি না হোক, ধর্মের জন্য কেউ বলি না হোক। বাংলাদেশটা সম্পুর্ণরূপে অসাম্প্রদায়িক হোক, পৃথিবীটা মানুষের হোক, মানুষ নামক দানবদের না হোক।

নাগরিকদের মধ্যে অনেকেই বলছে নুরুল হক নূর ছাত্ররাজনীতিতেই নিজেকে রাজনৈতিক প্রজ্ঞাবান হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ক্ষমতাসীন সরকারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েও নূর স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। মাথা নত করেনি, সমঝোতা করেনি। তার আদর্শের নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে ছড়িয়ে পড়ুক।

এমএসএম / এমএসএম

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গণভোট করার দায়িত্ব কে দিয়েছে

দেশের মানুষ বিশ্বাস করে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে :আনিসুল ইসলাম মাহমুদ

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে : দুদু

গণতন্ত্রে ফেরার একমাত্র পথ অবাধ নির্বাচন : মির্জা ফখরুল

কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবেন সেটা নিয়ে বিএনপি চিন্তা করে না

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

সুষ্ঠু-অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন: আমীর খসরু

সামনে মহাপরীক্ষা, কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়: ফখরুল

দুই আঞ্চলিক শক্তি, এক বিশ্বমোড়ল দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে: সালাহউদ্দিন

আগামী নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত

অন্তর্বর্তী সরকার যত বেশি দৃঢ় থাকবে, ততই সন্দেহ চলে যাবে : তারেক রহমান

ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান

রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় : সালাহউদ্দিন