হাসনাত-সারজিসকে হত্যা চেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (২৭ নভেম্বর) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করে। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমবেত হন তারা।
মিছিলে শিক্ষার্থীরা “গাড়ির ভিতর হামলা কেন, জবাব চাই জবাব চাই ; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; ইসকনের কালো হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও; জেগেছেরে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; সারজিসের উপর হামলা কেন, জবাব চাই জবাব চাই; হাসনাতের উপর হামলা কেন, জবাব চাই জবাব চাই” ইত্যাদি স্লোগান দেয়।এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আজকের দুর্ঘটনাটা নিতান্তই দুর্ঘটনা বলা যাবে না। এটা ভারতের এজেন্ডা বাস্তবায়নের প্রেসক্রিপশন ছাড়া আর কিছুই না। এরকম হত্যাকাণ্ড নতুন নয়, এটা অনেক আগের কৌশল। যারা দেশপ্রেমের কথা বলে তাদের এভাবে পরিকল্পিত হত্যা করা হয়। এরকম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরও হত্যার নজির রয়েছে। ছাত্র সমাজ জেগে আছে, সুতরাং আপনারা ঘুমন্ত ভাববেন না। যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে ভারত বিরোধী মনোভাব কিংবা আওয়ামী দোসরদের বিরুদ্ধে কথা বলবো ততদিন আমাদের দমিয়ে রাখার জন্য পাঁয়তারা করে যাচ্ছে। আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রতি প্রশ্ন রাখতে চাই- কেন তারা ষড়যন্ত্র বুঝতে সক্ষম হয়নি। যে ট্রাক চাপা দিয়েছে সেই ট্রাকের মালিক একজন আওয়ামী দোসর। অতিদ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আনার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। শুধু হাসনাত সারজিস নয়, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী কারো প্রতি এরকম হামলা করার চেষ্টা করে তখন আমরা তার পাশে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে অবস্থানকারী ভারতের 'র' নিয়ে সচেষ্ট থাকার আহ্বান করছেন তারা।
বিক্ষোভ সমাবেশে ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, এখন সংহতি সাপ্তাহ কর্মসূচি ঘোষণা করেছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক হয়ে যখন সাপ্তাহিক সংহতি পালন করে যাচ্ছে তখনই শহীদ আলিফের জানাজা শেষে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত-সারজিসের গাড়ি বহরে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। আমরা পতিত সরকারকে দেশত্যাগে বাধ্য করেছি কিন্তু ভারতে বসে বাংলাদেশকে জিম্মি করে দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পতিত সরকার এবং বাংলাদেশের কর্তৃত্ব তারা নিতে না পারায় বিভিন্নভাবে ষড়যন্ত্রের পথ বেঁচে নিচ্ছে। এক সারজিস আর এক হাসনাতকে হত্যা করে ছাত্রসমাজ স্থবির করতে পারবেন না। আগামী দিনে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে এগিয়ে যেতে চাই। আজকের গাড়ি হামলার দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।উল্লেখ্য, আজ সন্ধায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠে।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
Link Copied