জবিতে বঙ্গবন্ধুকে নিয়ে প্রবন্ধ কমিটিতে বিএনপিপন্থী শিক্ষক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীকে প্রধান সম্পাদক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। কোনো রকম যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ৫৫তম একাডেমিক কাউন্সিলে এ কমিটিকে অনুমোদন দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন বিএনপিপন্থী শিক্ষকের মধ্যে অন্যতম মো. মেজবাহ-উল-আজম সওদাগরকে কমিটির সহযোগী সম্পাদক করা হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধাপক এবং বিএনপিপন্থী সাদা দলের শিক্ষক।
প্রবন্ধ প্রকাশনা কমিটির প্রধান সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী এবিষয়ে বলেন, অনুষদের অন্তর্ভুক্ত বিভাগের চেয়ারম্যানদের অনুমোদনসাপেক্ষে তাকে কমিটিতে রাখা হয়।
এদিকে অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, প্রধান সম্পাদককে কমিটি থেকে আমার নাম বাদ দিতে বলেছি।
একাডেমিক কাউন্সিলের প্রস্তাবনা অনুযায়ী, এ বছরের ১০ মার্চ সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যানদের সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে একটি মানসম্পন্ন প্রবন্ধ সংকলন প্রকাশনার জন্য এডিটোরিয়াল বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে।
কমিটিতে প্রধান সম্পাদক হিসেবে আছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী। সহযোগী সম্পাদক হিসেবে আছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা জামান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর এবং সদস্য হিসেবে আছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিপ্রা সরকার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ড. শাহ মো. নিসতার জাহান কবির, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
এরই মধ্যে বিষয়টি নিয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একজন বিএনপিপন্থি শিক্ষক কীভাবে বঙ্গবন্ধুর প্রবন্ধ সম্পাদনায় যুক্ত হতে পারে নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তাঁরা আশঙ্কা করছেন, কোনো তৃতীয় পক্ষ এর মধ্য দিয়ে ফায়দা নিতে চাচ্ছেন। মদদ দাতাদের চিহ্নিত করতে হবে।
এ বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, বিশ্ববিদ্যালয়ে সাদা দলের অনেক শিক্ষক থাকলেও এখন তাঁদের খুঁজে পাওয়া দুস্কর। এখন সবাই দল ভারি করার জন্য সাদা দলের শিক্ষকদের দলে টানছেন। নীলদলের বিভাজনকে তাঁরা ব্যবহার করছেন। সাদা দলের শিক্ষকরাও নীলদলে যোগ দিচ্ছেন। এভাবে উভয়পক্ষ সুবিধাও নিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কমিটির একজন সদস্য বলেন, এ ঘটনায় আমরা বিব্রতকর অবস্থায় পড়ে গেছি। একজন সিনিয়র শিক্ষক কীভাবে এত বড় ভুল করেন। একাডেমিক কাউন্সিলে পাশ করার আগে কোনো চিন্তা করেননি। তিনি জেনেও এমন ভুল করেছেন, এটা বড় দুঃখের। শুনেছি সেই শিক্ষকের নাম বাদ দিবেন। এর বেশি কিছু জানি না।
কুমার গোস্বামীকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমি তো কিছুই জানি না তুমি জানলা কেমনে? তোমরা কি এই কাজই করো? অন্য কাজ নাই তোমাদের? এরপর তিনি এই বিষয়টি এড়িয়ে গিয়ে অন্য প্রসঙ্গ তুলে আনেন।
অরুণ কুমার গোস্বামী আরও বলেন, জগন্নাথ ইউনিভার্সিটির কে কোন দলে করে এই লিস্ট আমার কাছে আনো আমি তোমার প্রশ্নের উত্তর দেব।
ইউজিসির পোস্ট ডক রিসার্চ ফেলো ও বঙ্গবন্ধু গবেষক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন, এতজন শিক্ষকের সামনে এতবড় একটা বিষয় একাডেমিক কাউন্সিলে পাস হয়ে গেল, এটা বিস্ময়কর। আড়ালে কোনো পক্ষ স্বার্থ হাসিল করার চেষ্টা করছে কি-না বিষয়টি খতিয়ে দেখা দরকার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, একাডেমিক কাউন্সিলে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে একটি মানসম্পন্ন প্রবন্ধ সংকলন প্রকাশনার জন্য সিদ্ধান্ত পাস হয়েছিল। এটি সবার সম্মতিতে পাস হয়েছিল। তখন কেউ এ বিষয়ে কথা বলেননি। যখন আমি বিষয়টি জেনেছি তখন তার নাম বাদ দিয়েছি।
তিনি আরো বলেন, এ প্রস্তাব ডিন অফিস থেকেই যাচাই-বাছাই হয়ে এসেছে। আমরা যখন এই প্রস্তাব একাডেমিক কাউন্সিলে তুলি তখন কোনো শিক্ষক এ বিষয়ে আমাদের অবগত করেননি। পরে এ বিষয় অবগত হওয়ার সাথে সাথেই তার নাম বাদ দেয়া হয়েছে।
এমএসএম / জামান

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ
