শিক্ষা ব্যবসা নয়, ভর্তি ফি যৌক্তিক করতে আহ্বান জাবি ছাত্রশিবিরের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বিভিন্ন ইউনিটের জন্য নির্ধারিত আবেদন ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সেই সাথে ভর্তি ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং অভিন্ন প্রশ্নে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক অবদুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 'এ', 'বি', 'সি' এবং 'ডি' ইউনিটের জন্য ৯০০ টাকা, 'ই' ইউনিটের জন্য ৭৫০ টাকা, 'সি-১', 'এফ', 'জি' এবং 'এইচ' ইউনিটের জন্য ৬০০ টাকা, এবং 'আই' ইউনিটের জন্য ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার জন্য উচ্চ ফি একদিকে যেমন অযৌক্তিক, তেমনি এটি শিক্ষার্থীদের উপর আর্থিক বোঝা সৃষ্টি করে।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হারুনুর রশিদ রাফি ও সেক্রেটারি মহিবুর রহমান মুহিব এক যৌথ বিবৃতিতে বলেন, “শিক্ষা কোনো ব্যবসা নয়, এটি মৌলিক অধিকার। এমন ভর্তি ফি শিক্ষার্থীদের জন্য অপ্রতিরোধ্য সমস্যা সৃষ্টি করবে। শিক্ষার্থীদের অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
নেতৃবৃন্দ আরো বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখি, যেখানে শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য মৌলিক প্রয়োজন রাষ্ট্র দ্বারা নিশ্চিত হবে। এই গণঅভ্যুত্থানই ছিল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মুল উদ্দেশ্যে। আমরা বিশ্বাস করি যে, এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের ধীরে ধীরে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।”
এছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দাবি করেছে যে, ভর্তি পরীক্ষার জন্য অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হলে শিক্ষার্থীদের জন্য সুবিধা আরও বাড়ানো সম্ভব হবে। একই প্রশ্নপত্রে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ পাবে এবং ভর্তির সুযোগ আরো বিস্তৃত হবে।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল