ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

শিক্ষা ব্যবসা নয়, ভর্তি ফি যৌক্তিক করতে আহ্বান জাবি ছাত্রশিবিরের


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ২:৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বিভিন্ন ইউনিটের জন্য নির্ধারিত আবেদন ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সেই সাথে ভর্তি ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং অভিন্ন প্রশ্নে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)  রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক অবদুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 'এ', 'বি', 'সি' এবং 'ডি' ইউনিটের জন্য ৯০০ টাকা, 'ই' ইউনিটের জন্য ৭৫০ টাকা, 'সি-১', 'এফ', 'জি' এবং 'এইচ' ইউনিটের জন্য ৬০০ টাকা, এবং 'আই' ইউনিটের জন্য ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার জন্য উচ্চ ফি একদিকে যেমন অযৌক্তিক, তেমনি এটি শিক্ষার্থীদের উপর আর্থিক বোঝা সৃষ্টি করে।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হারুনুর রশিদ রাফি ও সেক্রেটারি মহিবুর রহমান মুহিব এক যৌথ বিবৃতিতে বলেন, “শিক্ষা কোনো ব্যবসা নয়, এটি মৌলিক অধিকার। এমন ভর্তি ফি শিক্ষার্থীদের জন্য অপ্রতিরোধ্য সমস্যা সৃষ্টি করবে। শিক্ষার্থীদের অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

নেতৃবৃন্দ আরো বলেন, “আমরা একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখি, যেখানে শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য মৌলিক প্রয়োজন রাষ্ট্র দ্বারা নিশ্চিত হবে। এই গণঅভ্যুত্থানই ছিল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মুল উদ্দেশ্যে। আমরা বিশ্বাস করি যে, এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের ধীরে ধীরে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।”

এছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দাবি করেছে যে, ভর্তি পরীক্ষার জন্য অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হলে শিক্ষার্থীদের জন্য সুবিধা আরও বাড়ানো সম্ভব হবে। একই প্রশ্নপত্রে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ পাবে এবং ভর্তির সুযোগ আরো বিস্তৃত হবে।

এমএসএম / এমএসএম

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

জ্ঞানার্জন করো কিন্তু জ্ঞানপাপী হইও না: বাউবি উপাচার্য ড. ওবায়দুল ইসলাম

কর্মক্ষেত্রের দাবিতে ইবি লোক প্রশাসন বিভাগের মানববন্ধন