ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

যারা অর্থ নিয়ে পালিয়েছে, তাদের অর্থ ফিরেয়ে আনার চেষ্টা করছি: গভর্নর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১২-২০২৪ বিকাল ৬:৩৩

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় অর্থ পাচার কমে গেছে। ফলে অর্থটা বাইরে ডাইভার্ট না হয়ে বাংলাদেশে রয়ে গেছে। যারা অর্থ নিয়ে পালিয়ে দেশ ছেড়েছে, তাদের অর্থ কীভাবে ফিরেয়ে আনতে হয়—সে চেষ্টা আমরা করছি। চেষ্টার শেষ নাই। করে যাব। ইনশা আল্লাহ হয়তো দেরিতে হলেও সফল হব।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০০তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, আমাদের রিজার্ভের পতন হচ্ছিল। ব্যালেন্স অব ক্রেডিটের কারণে অবমূল্যায়ন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি। রিজার্ভ আর কমছে না। গত ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বিক্রি করে নাই। ব্যালেন্স অব পেমেন্টে যে ঘাটতি ছিল এখন আর ঘাটতি নেই, এখন ব্যালেন্স হয়ে গেছে। রেমিট্যান্সে বিরাট একটা পরিবর্তন এসেছে। গত পাঁচ মাসে আমাদের অতিরিক্ত তিন মিলিয়ন রেমিট্যান্স এসেছে।

ওই সভায় গভর্নর আরও বলেন, আপনাদের ভাই-বোন যারা বিদেশে চাকরি করছেন তাদের টাকাটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসছে এবং নিরাপত্তার সঙ্গে আপনারা সেই টাকা পাচ্ছেন।

গভর্নর বলেন, খাদ্যপণ্যের কারণেই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি আছে। খাদ্যপণ্যের দাম আমরা আশা করছি কমে আসবে। আগামী চার-পাঁচ মাসের মধ্যে একটা স্বস্তির জায়গায় পৌঁছে যাব। ব্যাংক কোনো ব্যক্তির প্রতিষ্ঠান নয়। ব্যাংক কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়। যেভাবে দেখা হয় সেটা ভুল, আর যেভাবে দেখা হত সেটাও ভুল। ব্যাংক হচ্ছে একটা আমানতকারী প্রতিষ্ঠান।

ইসলামী ব্যাংক সেখানে এক বিশাল ভূমিকা পালন করছে। ইসলামী ব্যাংক এক নম্বর রেমিট্যান্স সংগ্রহকারী ব্যাংক। ব্যাংকিং খাতেও আস্থা রাখতে বলেন তিনি।

ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ব্যাংকের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

T.A.S / T.A.S

ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত

শেখ হাসিনাকে থামান, ফের দিল্লিকে ঢাকার বার্তা

পুলিশের বাইরে আলাদা তদন্ত সংস্থার সুপারিশ

শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

ধানমন্ডি ৩২-এ বাড়ি ভাঙা চলছে সকালেও

সড়কে ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা

স্লোগানে স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙচুর-আগুন

বিচার বিভাগ স্বাধীন ও কার্যকর করার প্রস্তাব এসেছে : প্রেস সচিব

আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, সেটা হেনস্তার অভিজ্ঞতা

হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনও আসেনি : হাসনাত আবদুল্লাহ

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা