জাবিতে আন্দোলনে হামলাকারীদের বিচারের দাবিতে অনশন শিক্ষার্থীর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনকারীদের উপর নৃশংস হামলার পাঁচ মাস পেরিয়ে গেলেও শেষ হয়নি তদন্ত। এ নিয়ে অনশনে করছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি বিশ্ববিদ্যালয়ে সহ-সমন্বকের দায়িত্ব পালন করেছিলেন।
জিয়া উদ্দিন আয়ান গণ মাধ্যমকে বলেন, জুলাই গনঅভ্যূত্থানের পাঁচ মাস পেরোলেও হামলাকারীদের ব্যাপারে এখন পর্যন্ত প্রশাসন কোন দৃশ্যমান পদক্ষেপ উদ্যোগ গ্রহণ করতে পারেনি। হামলাকারীরা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, ক্লাস-পরীক্ষায় অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গত সেপ্টেম্বর মাসে তদন্ত কমিটি গঠন করেছে, এবং তাদের ৩০ কর্মদিবস তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। আজকে চার মাস পেরিয়ে গেলেও তারা কোন রিপোর্ট দিতে পারেনি এবং মামলা গ্রহণের কোন প্রস্তুতি নিতে পারেনি।
তিনি আরও বলেন, গত ৮ ই ডিসেম্বর আমাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেয়া হয় হামলাকারীদের পক্ষ থেকে। আমি মনে করি যে আমাদের নিরাপত্তা আজ হুমকির পথে। যেকোন সময় আমাদের উপর আঘাত আসতে পারে। তাই আমার দাবি হচ্ছে, আজকের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করে মামলা গ্রহণের প্রস্তুতি নিবে, এই লিখিত আশ্বাস দিলে তবেই আমি অনশন থেকে সরে দাঁড়াবো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, মব জাস্টিসে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মামলা করার নজির স্থাপন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। অথচ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সাড়ে ৪ মাস পার হলেও মামলা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা তদন্তের নামে সময়ক্ষেপণ করে হামলাকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে! অন্যথায় যেই প্রশাসন গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না, সেই প্রশাসন চাই না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর ইংরেজি বিভাগের অধ্যাপক মনিরুজ্জামানকে প্রধান করে তদন্ত কমিটি পুর্ণগঠন করা হয়। তবে দুই দফায় সময় বাড়ানো হলেও শেষ হয়নি তদন্ত কার্য। শিক্ষার্থীদের আন্দোলন স্তিমিত হয়ে গেলে থমকে যায় তদন্ত কার্যক্রমও। বর্ধিত সময়ের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় তৃতীয় দফায় সময় বৃদ্ধির জন্য আবেদন করেছেন তারা।
তদন্ত কার্যক্রম ধীরগতির কারণ জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য সচিব রায়হান শরীফ বলেন, ‘তদন্ত কার্যক্রমে কালক্ষেপণ হচ্ছে না, আসলে সময়ের প্রয়োজন হচ্ছে। আমরা খুব আন্তরিকতার সাথে কাজটা করছি। ইতোমধ্যে আমাদের তথ্য নেওয়া শেষ হয়েছে। আসলে শুরুর দিকে শিক্ষার্থীরা তেমন সাড়া দেয়নি। এরপর আমরা ছেলেদের ১১ টি হলের মধ্যে ১০ টি হলে ভিডিও দেখিয়ে হামলাকারীদের শনাক্ত করার কাজ শেষ করেছি। সবকিছু মিলিয়ে কাজটি সময়সাপেক্ষ। আগের প্রশাসন ও আমাদের যথাযথভাবে সহায়তা করেনি। তাদের সাথে কথা বলতে চাইলে তারা বিভিন্নভাবে সময়ক্ষেপণ করেছে। তবে এখন কাজ শেষের দিকে রয়েছে। আমরা খসড়া প্রতিবেদন তৈরি করে ফেলেছি। আগামী মাসে কাজ শেষ হবে বলে আশা করছি।’
উল্লেখ্য, ১৫ জুলাই রাতে ছাত্রলীগ ও সন্ত্রাসীদের হামলায় আহত হওয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি রিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম নকীব বাদী হয়ে মামলা করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাবে ধীরে ধীরে ক্যাম্পাসে ফেরার চেষ্টায় রয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এমনকি ক্যাম্পাসে প্রকাশ্যে ঘুরতে ও কয়েকটি বিভাগে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে তাদের। এভাবে ছাত্রলীগের ফিরে আসায় শঙ্কা প্রকাশ করেছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
T.A.S / T.A.S
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল