জাকসু নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে ইসলামী ছাত্রশিবির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন শাখা শিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। রবিবার (১২ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে নির্বাচনে নিজেদের অবস্থান জানিয়ে তিনি লিখেন, 'আগামী জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে বিজয় অর্জনের মাধ্যমেই সকল প্রকার অপবাদ, কুৎসা ও পিছনে ষড়যন্ত্রকারীদের মোক্ষম জবাব দেওয়া হবে।
জাকসু নির্বাচনে ষড়যন্ত্রকারীদের হুশিয়ারি উল্লেখ করে তিনি লিখেন, আদর্শিকভাবে পরাজিত, জনবিচ্ছিন্ন কোন ভুঁইফোঁড় সংগঠনের নেতৃবৃন্দের আস্ফালন ছাত্রশিবিরের পথচলাকে রুখতে পারবে না। প্রতিষ্ঠা লগ্ন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ছিলো, আছে এবং থাকবে। ইনশাআল্লাহ।'
এর আগে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন, আমরা সবসময় ছাত্র সংসদ কার্যকর রাখার পক্ষে। সকল ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে প্রশাসন জাকসু নির্বাচন বিষয়ক একটি সাধারণ সভা করেছিলেন। সেখানে নির্বাচনের পূর্বে অনেকগুলো সংস্কারের দাবী আসে। প্রতিটা সংস্কার নিয়ে একেকটা কমিটি করা হয়। কমিটির রিপোর্টের পর সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী সকল কমিটির রিপোর্ট প্রদানের পর সংস্কার করে নির্বাচনী তফসিল দিতে হবে।
উল্লেখ্য, ১৯৭২ সালে ছাত্রদের নেতৃত্ব বিকাশ এবং তাঁদের ন্যায্য দাবিদাওয়া উত্থাপনের লক্ষ্যে প্রতিষ্ঠা হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (জাকসু)। বিগত তিন যুগেরও বেশি সময় ধরে অচল হয়ে আছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এ সংসদটি। তবে সম্প্রতি ২৪'র অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের চাপের মুখে জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোডম্যাপ প্রকাশের পর থেকে পক্ষে বিপক্ষে নানা মিথস্ক্রিয়ার সৃষ্টি হয় ছাত্র সংগঠনগুলোর মধ্যে।
এমএসএম / এমএসএম