জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের দিনব্যাপী প্রকাশনা উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা শিবিরের উদ্যোগে দিনব্যাপী প্রকাশনা উৎসব-২০২৫ আয়োজিত। ইংরেজি নববর্ষের এ উৎসবের উদ্বোধন করেন শাখা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদের সামনে এ প্রকাশনা উৎসবের স্টল করা হয়। স্টলে শিবিরের বিভিন্ন বইয়ের পাশাপাশি স্টিকার, লিফলেট, ক্যালেন্ডার ও জুলাই আন্দোলন বিষয়ক ম্যাগাজিন রয়েছে।
এসময় শাখা শিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষা ও সংস্কৃতির উৎকর্ষ সাধনের লক্ষ্যে ছাত্রশিবিরের ঐতিহ্যের আলোকে এ বছরেও বার্ষিক প্রকাশনা প্রকাশিত হয়েছে। তরুণ ছাত্র সমাজের নিকট হেরার আলো পৌঁছে দিতে, শিক্ষাঙ্গণ গুলোকে জুলাইয়ের স্পিরিটের আলোকে সাজাতে আমাদের আজকের এ আয়োজন। ইসলামি ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয় এটি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানও বটে। এই সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, মানোন্নয়ন এবং প্রচলিত শিক্ষার সীমানা ছাড়িয়ে জ্ঞানের এক বিস্তৃত জগতের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেয়।
প্রকাশনা উৎসবে আসা আয়েশা সিদ্দিকী মেঘলা বলেন, ছাত্রশিবিরের শিক্ষা, বুদ্ধিভিত্তিক ও ক্যারিয়ারমূলক কার্যক্রম আয়োজন করছে, তা সত্যি প্রশংসার দাবিদার। বাংলাদেশের সব ছাত্র সংগঠনগুলোর উচিত এ ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করা।
প্রকাশনা দেখতে আসা আরেক শিক্ষার্থী তাওফিকুর রহমান বলেন, “বিগত দিনের ট্যাগিং, ব্লেমিং এবং মাইনাস ফর্মুলার যে রাজনীতি ছিল, তাতে আমরা সাধারণ শিক্ষার্থীরা শিবির সম্পর্কে জানার কোন সুযোগ পায়নি। ছাত্র সংগঠনগুলো যদি এমন বুদ্ধিভিত্তিক উদ্যোগগুলো গ্রহণ করে, তাহলে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ছাত্র সংগঠন সম্পর্কে জানতে পারবে। যেটা গণতান্ত্রিক চর্চা বুদ্ধিভিত্তিক আন্দোলন ও আগামী দিনের রাজনীতিতে সুফল বয়ে আনবে বলে আমাদের বিশ্বাস।
এমএসএম / এমএসএম

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক
