ঢাকা শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের দাপুটে জয়


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৫-৯-২০২১ বিকাল ৭:৩৭

আজ সিরিজ জেতা হলো না। বাংলাদেশ ১২৯ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৭৬ রানেই অলআউট হয়ে যায়, ৫২ রানে জয়লাভ করে সিরিজ জেতার আশা জিইয়ে রাখে নিউজিল্যান্ড। আজ রোববার (৫ সেপ্টেম্বর) ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লিটন আক্রমণাত্মকভাবে শুরু করে ১১ বলে ১৫ রান করে ফিরে গেলে আর কেউ দাঁড়াতেই পারেননি। মাহদি এজাজ প্যাটেলের বলে ১ রান করে ফিরে যান। পরে প্যাটেলের জোড়া শিকারে সাকিব ও আফিফ কোনো রান না করেই আউট হয়ে যান। মুশফিক একটু প্রতিরোধ করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। এছাড়া নাইম শেখ ১৩ রান, মাহমুদ উল্যাহ ৩ ও সাইফুদ্দিন ৮ রান করে ফেরেন। এই জয়ে নিউজিল্যান্ড ব্যবধান কমালেও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড দল। প্রথম ইনিংস শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ১২৮ রান। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান এসেছে হেনরি নিকোলসের ব্যাট থেকে। টাইগারদের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ২টি উইকেট। শুরুটা দুর্দান্ত করেছিল নিউজিল্যান্ড

তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে ফিরেন ফিন অ্যালেন; স্বভাবসুলভ আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করতে থাকেন তিনি। মুস্তাফিজুর রহমানের বলে আউট হওয়ার আগে অ্যালেন করেন ১০ বলে ১৫ রান। অ্যালেনের মতোই আজকে আক্রমণাত্মক ছিলেন দলের বাকিরাও। উইল ইয়ং এবং রচিন রবীন্দ্র মিলেও খেলেছেন স্বাচ্ছন্দ্যে। পাওয়ারপ্লের ছয় ওভার শেষে সংগ্রহটাও তাই ১ উইকেট হারিয়ে ৪১।

নিজের প্রথম ওভারেই সাইফউদ্দিনের শিকার দুইটি উইকেট। দুর্দান্ত শুরুর পরও তা ধরে রাখতে পারেনি কিউইরা; সপ্তম ওভারে বল করতে এসে সাইফউদ্দিনের বলে প্যাভিলিয়নে ফিরে যান ইয়ং এবং কলিন ডি গ্রান্ডহোম। টম লাথামকে নিয়ে রবীন্দ্র ইনিংস বড় করার চেষ্টা করলেও ইনিংসের দশম ওভারে ২০ রান করেই রিয়াদের বলে বোল্ড হোন তিনি। পরের ওভারে মাহেদির বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ড্রেসিংরুমে ফেরেন পুরো সিরিজে একমাত্র অর্ধশতক হাঁকানো ব্যাটসম্যান লাথাম। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৪১ করা কিউইদের ১১ ওভার শেষে সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ৬২!

বড় সংগ্রহের আভাস দিয়েও দ্রুত চারটি উইইকেট হারিয়ে যখন দিশেহারা নিউজিল্যান্ড, তখন টম ব্লান্ডেলকে সাথে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন নিকোলস। তাদের দুজনের কল্যাণে দলের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১২৮-এ। নিকোলস করেন অপরাজিত ৩৬ রান; টম ব্লান্ডেল ৩০। টাইগারদের হয়ে দুটি উইকেট সাইফউদ্দিনের; একটি করে উইকেট পেয়েছেন রিয়াদ, ফিজ, মাহেদি।

এমএসএম / জামান

বক্সিংয়ে জিনাতই চ্যাম্পিয়ন, হারলেও খুশি আফিদার বোন আফরা

বার্সার সঙ্গে ‘সম্পর্কের মেয়াদ’ আরো বাড়ালেন কুন্দে

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু

ডি পলের অভিষেক, নিষেধাজ্ঞা থেকে ফিরে জোড়া অ্যাসিস্টে জেতালেন মেসি

সাকিবের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন সোহান

মেসিদের লিগে যাচ্ছেন মুলার

সেমিফাইনালেও মুখোমুখি ভারত ও পাকিস্তান

দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ

ইউরোপে খেলে যাওয়া ক্লাবের চিরপ্রতিদ্বন্দ্বী দলে যোগ দিচ্ছেন নেইমার!

রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া

অস্ট্রেলিয়ার কাছে টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশে পাওয়া ভালোবাসার কথা যেভাবে লেস্টারে জানালেন হামজা

শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটারকে কোচ হিসেবে নিয়োগ দিল হংকং