ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ডেঙ্গি, ম্যালেরিয়া না কোভিডে আক্রান্ত? কী ভাবে পার্থক্য করবেন, জানুন...


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৩:৪৯
বর্ষাকালে ম্যালেরিয়া ও ডেঙ্গির প্রকোপ বাড়ে, যা প্রাণঘাতকও হতে পারে। বাচ্চাদের ম্যালেরিয়া হলে তাঁদের গুরুতর অ্যানিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস-সহ শ্বাসযন্ত্রের সমস্যা, সেরিব্রাল ম্যালেরিয়া পর্যন্ত হতে পারে।
বর্ষাকালে ম্যালেরিয়া ও ডেঙ্গির প্রকোপ বাড়ে, যা প্রাণঘাতকও হতে পারে। বাচ্চাদের ম্যালেরিয়া হলে তাঁদের গুরুতর অ্যানিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস-সহ শ্বাসযন্ত্রের সমস্যা, সেরিব্রাল ম্যালেরিয়া পর্যন্ত হতে পারে।

 বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা বাড়ায় ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো সংক্রামক মশাবাহিত রোগের প্রকোপও। আবার করোনা সংক্রমণের যুগে এই সমস্ত রোগই ব্যক্তিকে বিভ্রান্ত করে দিচ্ছে, কারণ ডেঙ্গি, ম্যালেরিয়া ও করোনার লক্ষণ প্রায় এক। যার ফলে ব্যক্তি সহজেই নিজেকে কোভিড পজিটিভ ভাবতে শুরু করছে।

বর্ষাকালে ম্যালেরিয়া ও ডেঙ্গির প্রকোপ বাড়ে, যা প্রাণঘাতকও হতে পারে। এই রোগগুলির লক্ষণ অনেকটা একে অপরের মতো, তাই কী ভাবে এই তিনটির মধ্যে পার্থক্য করা যাবে জেনে নিন—

করোনা, ডেঙ্গি ও ম্যালেরিয়ার সাধারণ লক্ষণগুলি
এই তিনটি রোগই সাধারণত শ্বাসযন্ত্রকে আক্রমণ করে এবং এদের কারণে প্রদাহ শুরু হয়। যদিও করোনা, ম্যালেরিয়া ও ডেঙ্গির কারণে জ্বর, ঠান্ডা লাগা, কাশি, সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি, দুর্বলতা, শ্বাসকষ্ট, মাইলেজিয়া ইত্যাদি লক্ষণ নানান ভাবে দেখা দিতে পারে।
ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির অত্যধিক জ্বর, গুরুতর মাথাব্যথা, জয়েন্ট এবং পেশীতে ব্যথা, গা গোলানো, পেটে ব্যথা এবং ডাইরিয়া হয়ে থাকে। ডেঙ্গি রোগীদের আবার শ্বাসযন্ত্রের সমস্যাও দেখা যায়। এমনকি নাক এবং মাড়ি থেকে রক্ত পড়ে ও রক্তচাপ কমে যেতে পারে। শকের কারণে এমন হয়ে থাকে।

আবার ম্যালেরিয়ায় আক্রান্ত কোনও ব্যক্তিরও জ্বর, মাথাব্যথা হতে পারে ও কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগতে পারে। এমন লক্ষণ দেখা গেলে ২৪ ঘণ্টার মধ্যে যদি এর চিকিৎসা না-করা হয়, তা হলে এটি গুরুতর আকার ধারণ করতে পারে, এমনকি ব্যক্তির মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চাদের ম্যালেরিয়া হলে তাঁদের গুরুতর অ্যানিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস-সহ শ্বাসযন্ত্রের সমস্যা, সেরিব্রাল ম্যালেরিয়া পর্যন্ত হতে পারে।
ডেঙ্গি, ম্যালেরিয়া ও করোনার মধ্যে কী ভাবে পার্থক্য করবেন?

1. করোনায় আক্রান্ত হলে ব্যক্তি স্বাদ ও গন্ধ হারিয়ে ফেলে।
2. করোনায় আক্রান্ত ব্যক্তির শ্বাসনালীর ঊর্ধ্বাংশে প্রদাহের লক্ষণ দেখা দেয়।
এ সময় কাশি, স্বর পরিবর্তন, গলা ব্যথা হয়ে থাকে।
3. ডেঙ্গি ও ম্যালেরিয়ায় এই লক্ষণগুলি দেখা যায় না।করোনা সংক্রমণে সাধারণত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লক্ষণ দেখা যায় না।
4. শ্বাস কষ্ট, বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসের সমস্যা ডেঙ্গি ও ম্যালেরিয়ায় দেখা যায় না।
5. মাথা ব্যথা বা দুর্বলতার মতো লক্ষণ দিয়ে ডেঙ্গি ও ম্যালেরিয়ার সূচনা হয়, যা করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে সাধারণত দেখা যায় না।সংক্রমিত হওয়ার ২ বা ৩ দিন পর থেকেই করোনার লক্ষণ প্রকাশ্যে আসতে শুরু করে। কিন্তু ডেঙ্গি ও ম্যালেরিয়ার সূচনার সময়কাল দীর্ঘ, প্রায় ২২ থেকে ২৫ দিন পর এদের লক্ষণ দেখা যায়।

কফিল / কফিল

স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই

সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪

বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব

মেডিকেলে থাকছে মুক্তিযোদ্ধা কোটা, যাচাই-বাছাই ২৯ জানুয়ারি পর্যন্ত

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী

ডেঙ্গুতে ঢাকায় কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৮

বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন; ক্ষুব্ধ অভিভাবকরা

ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

ক্যানসার রহস্যের জট খোলার নতুন ‘সূত্রের’ সন্ধান মিলেছে

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ইসি গঠনে সাত সদস্য বিশিষ্ট সার্চ কমিটি