ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

যাত্রীর হার্ট অ্যাটাক, চট্টগ্রামে থাই এয়ারওয়েজের জরুরি অবতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২৫ দুপুর ২:২৩

মাঝ আকাশে সাজ্জাদ নামে এক যাত্রীর হার্ট অ্যাটাকের কারণে চট্টগ্রামে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ওই যাত্রী ব্যাংকক থেকে ঢাকায় ফিরছিলেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় ‘টিএইচএ ৩৯৯’ ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে রাত ১টা ৩১ মিনিটে বিমানটির গেট খোলা হলে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা মিনিটে ৪০ মিনিটে বিমানে প্রবেশ করেন এবং ওই যাত্রীকে দেখে প্রাথমিকভাবে মৃত বলে ধারণা করেন। এরপর বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে বিষয়টি জানানো হয়। ইসিজি ছাড়া নিশ্চিত মৃত্যু ঘোষণা করা সম্ভব নয় বলে চিকিৎসক জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, এয়ারক্রাফটে একজন যাত্রী অন বোর্ড (উড্ডয়নরত অবস্থায়) হার্ট অ্যাটাক করার কারণে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করেছে এবং বিমানটির ক্যাপ্টেন সবচেয়ে কাছাকাছি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারকে রাত ১২টা ৩৯ মিনিটে অবহিত করেন। রাত ১২টা ৪৫ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রাত ১টায় অবতরণ করে ফ্লাইটটি।

তিনি আরও বলেন, বিমানবন্দরের চিকিৎসক যাত্রীকে মৃত অবস্থায় পাওয়ার পর নিশ্চিত হতে ইসিজি করানোর পরামর্শ দেন। পরে ওই যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এরপর যাত্রীর অবস্থা নিয়ে থাই এয়ারওয়েজের ম্যানেজারের সঙ্গে বিমানবন্দরের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। থাই কর্তৃপক্ষ যাত্রীকে অন বোর্ডেই ঢাকায় নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত জানান।

পরে রাত ৩টা ৪০ মিনিটে বিমানটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বলে জানান প্রকৌশলী ইব্রাহিম খলিল।

এমএসএম / এমএসএম

সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

শিশুদের প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় আনতে হবে

খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে কমিশন : সিইসি

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন

সড়কে ব্যক্তিগত গাড়ি কম, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই: ডিবিপ্রধান

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত

রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন

মাইলস্টোন ট্রাজেডি : ১১৪ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরল আরও ২ শিক্ষার্থী

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে আবারও বাসে আগুন

২২ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিয়োগ